Bengali poem : কুঠিঘাট

in Praise India4 years ago

images (1).jpeg

Source
অনেকখানি স্থলের পরে অনেকখানি জল
তারই মাঝে কুঠিঘাট হয়েছে বিহ্বল।
সারাদিনের ক্লান্তি শেষে মন যখন চঞ্চল
জিরিয়ে যেও এখানে এসে করতে মন শীতল।
বড় বড় পার্ক কিংবা বড় রেস্টুরেন্ট
কেউ দিতে পারে না ইহার ল ন্যায় এনজয়মেন্ট।
কত কত মানুষ আসে খুঁজতে সেসেন্ট
কখন ও অনেক কথা, কখনো বা সাইলেন্ট
রাই কিংবা হিয়ার সাথের আসি যখন হুল্লোড় করে
ফিরে যাই মেসে আমি ব্যাগ ভর্তি আনন্দ কুড়িয়ে
কখনো বা মনিংওয়াকে তুলিকে সাথে করে
অনেক স্মৃতি আছে পড়ে কুঠিঘাটকে নিয়ে।

@greenphotoman