যদি বলি জয় সে অতীব সহজ কথা
তবে পরাজয় শব্দটির মূল্য কোথায়?
যদি বলি জীবনের প্রতি বাঁকে বাঁকে অগণিত দুর্গেই বাঁধা
তবু ভয় নেই, নেই ব্যর্থতা
সব কিছুই আমার হাতের তালুতে বন্দি।
কেমন যেন অস্বাভাবিক !
একই সঙ্গে স্বীকৃতি হারায় ছুটি বিপরীত শব্দ
মানুষের সীমা আর অসীমের প্রকৃতি।
যদি বলি জগতের সকল কিছুই সুন্দর,
অসুন্দরের নেই কোন স্থান।
তবে জেনো তুমি অন্ধ,
অন্ধকারে অধমে উত্তম হয়েছে একাকার।
যদি বলি জগতে সকলই সত্য,
কেন এই মির্থার অবান্তর কল্পনা?
পূর্ন হল শুনে মির্থা চির অতৃপ্তি;
নির্বোধের প্রশংসিত বিলাপ।
যদি বলি জগতের সবই যে ন্যায়,
বিচারের কি প্রয়াজন?
সে যে সুখের কথা, অপরাধ পরম সুখী,
নেই শান্তি, নেই নিদারুণ যন্ত্রণা।
যদি অন্ধকার না থাকে
তবে মনে পড়বে কি আলোর কথা?
মনে করো,রাবন যদি না থাকতো
কি ছিল প্রয়াজন বিষ্ণুর রাম অবতার!
যদি দুঃখে না থাকে শোকের ছায়া-
কেন তবে এই সুখ, আর মুক্তির আরাধনা!
আসলে সবটাই বিকৃতি ,সবটাই উপহাস।
জন্ম আছে, মৃত্যু নেই;
কি সেই জীবনের মূল্যায়ন?
তবু কতো আশায় কল্পনা করে
উল্টো টা কি হয় না?
অবোধ মানুষের দুই ভিন্ন প্রকৃতির, এক অভিন্ন মন।
Sort: Trending