সুন্দরবন গর্বের ধন, সবাই মোরা শুনি,
জানো কি এই সুন্দরবনের মুল্য কতখানি?
ফ্রান্স আসে, জাপান আসে, আসে অস্ট্রেলিয়া।
সুন্দরবনের কথা উঠলে ভরে মোদের হিয়া।
সুন্দরবনের সুন্দরী গাছ, হেঁতাল, গেওয়া, গরান
এই জঙ্গলে এলে পরে ভরে সবার প্রাণ।
সুন্দরবনের রয়্যাল বেঙ্গল, সকল বাঘের সেরা
তারাই বলে সুন্দরবন দেখতে আসে যারা।
অতীতে তো জঙ্গল ছিল- গাছ -গাছালি ভরা
হেঁতাল, গরান, ধুধুলকাঠ চুরি করেছে কারা?
সুন্দরবনের সুন্দরী গাছ, পাওয়া যায় না আর,
চোরা শিকারি জঙ্গলকে করছে ছারখার।
অসৎ মানুষ দিনে রাতে লুটছে সাধের ধন,
চোখের সামনে হারিয়ে যাচ্ছে প্রিয় সুন্দরবন।
Sort: Trending