"মায়া বড্ড খারাপ একটা অনুভুতি। অথচ মৃত্যু অবধি এই মায়াতেই বাঁচতে হয়"

in Praise India4 years ago

IMG-20180821-WA0050.jpg

প্রিয়,
পাঠকগণ,

আশাকরি আপনারা সবাই ভালো আছেন।সাবধানে আছেন।

দুপুরের খাওয়া দাওয়া শেষ করে সবে মাত্র একটু বিশ্রাম নিতে বসলাম।সারাদিন অনেক কাজ ছিল আজ।তারউপর আজ ভীষণ গরমও পড়েছে।সকাল থেকেই প্রচন্ড রোদ্দুর। একটু বৃষ্টির খুব দরকার।

যাইহোক, দিনটি কেমন কাটছে আপনাদের? আমার মনটা একবারেই ভালো নেই,চারদিকের পরিস্থিতির কারণে তো বটেই, তাছাড়াও একটা আজকাল যেন সব কিছুর মাঝেও একটা অনিশ্চিত জীবন বয়ে যাচ্ছে বলে মনে হয়।যেখানে কালকের জন্য কিছু ভাবতে ভয় হচ্ছে, কারণ সত্যিই জানিনা কাল কি হতে চলেছে।

জানেন এই পৃথিবীতে যতই দুঃখ থাকুক, যতই কষ্ট থাকুক,যতই খারাপ লাগা থাকুক। তবুও আমার কাছে পৃথিবী সুন্দর। আমার বিশ্বাস আপনাদের অনেকের কাছেও তাই।

জানি জীবনে এমন অনেক পরিস্থিতি আসে যখন মনে হয়,এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো মানেই হয়না।আসলে সেক্ষেত্রে দোষটা কিন্তু পৃথিবীর নয়, দোষটা আমাদের অনুভূতির।পৃথিবী পৃথিবীর নিয়মেই চলে, যা পরিবর্তন হয় তা হলো আমাদের সম্পর্ক,সম্পর্কের অনুভূতি, আর সময়।

"মায়া"এমন এমন একটা অনুভূতি যা শুধুমাত্র আমাদের ভালোবাসার মানুষের প্রতি জন্মে।অচেনা অজানা মানুষের প্রতি মায়ার অনুভূতি কিন্তু অতটা ও তীব্র হয়না। অথচ কি অদ্ভুতভাবে এই মায়ার কারণেই আমাদের জীবনে যত দুঃখ, যত কষ্ট।

কিন্তু দেখবেন তাও মায়া ছাড়া আপনি,আমি, আমরা কেউই বাঁচতে পারি না।ভালোবাসার মানুষের উপর রাগ হয়, কষ্ট হয় তাদের ব্যবহারে, অনেক সময় দেখা যায় প্রিয় মানুষের সাথে সম্পর্কও নষ্ট হয়ে যায়, তবুও যা থেকে যায় সেটা হলো মায়া।

প্রকাশ না করলেও,স্বীকার না করলে মায়া কিন্তু রয়েই যায় মনের ভেতরে। কখনও কোনো মুহূর্তে তার কথা মনে এলে, বা দেখা হলে বা কথা হলে আমাদের চোখ থেকে অজান্তেই জল ঝরে পড়ে যা কিন্তু সেই মায়ারই বহিঃপ্রকাশ।

আজকাল মানুষের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে,আপন মানুষের কাছাকাছি যেতে আমরা ভয় পাচ্ছি, পাছে আমাদের কারনে তার কোনো ক্ষতি না হয়। এত কিছু ভাবছি তাদের প্রতি আমাদের মায়া আছে বলেই তাইনা? সেই কারণেই আমার মনে হয় মায়া বোধহয় আমাদের সাথে আমৃত্যু পর্যন্তই থাকে।

আমরা চাইলেও নিজেদের সেই মায়া থেকে মুক্ত করতে পারি না।নিজের ভেতরে যদি কারোর জন্য মায়া লুকিয়ে রাখি তা বোধহয় সময়ের সাথে সাথে অভিমানে পরিণত হয়। আর সেই অভিমানের কারনে সম্পর্কটা শেষ হয়ে যায়,যা মনের গভীরে পরে থাকে সেটা শুধু মায়া।
B612_20160910_151558.jpg

যাইহোক,আপনারা সকলে ভালো থাকবেন,সুস্থ থাকবেন,সাবধানে থাকবেন,আর অবশ্যই চেষ্টা করবেন আনন্দে থাকার। দিনটি সকলের শুভ হোক।🙏