"শুধু মাতৃদিবসেই নয়,মায়ের গুরত্ব সারাবছর - সারাজীবন সমান ভাবে থাকুক"

in Praise India4 years ago (edited)

IMG20200927111530.jpg

প্রিয়,
পাঠকগণ,

আশাকরি আপনারা সবাই ভালো আছেন।

আজকের দিনটা অনেকের কাছে অনেক স্পেশাল ছিলো।আপনারা জানেন নিশ্চয় যে আজ Mother's Day অর্থাৎ মাতৃ দিবস।মানে আজকের দিনটা মায়েদের জন্য উৎসর্গ করা। না আমার মনে ছিলো না একদমই। Facebook খুলেই দেখি অসংখ্য পোস্টের বন্যা বইছে। তখন মনে পড়লো।

"মায়ের জন্য আলাদা একটা দিন।একটা গোটা জীবন যার জন্য পাওয়া, এই পৃথিবীর আলো যার জন্য দেখা তাকে ভালোবাসা জানানোর আবার আলাদা দিন হয় নাকি?"--- কথাটা আমার মা বলতো।

যখন প্রথম প্রথম জানলাম Mother's Day র বিষয়ে মায়ের জন্য কখনো ফুল,কখোনো পছন্দের মিষ্টি এইসব নিয়ে গেলেই মা বলতো -- ওরে যখন খুশী তখনই আনবি তার জন্য দিন দেখতে হবে না।

মিথ্যে বলবো না মিস করছি মা কে।সব সময়ই করি। তবে আজ সবার দেওয়া পোস্ট দেখে ভাবছিলাম মা বেচেঁ থাকলে এতো দিনে কত ছবি তোলা হতো আমাদের।যখন মা ছিলো তখন এতো ভালো ফোন ছিলো না, আর এখন ফোন আছে কিন্তু মা.......

মা যেখানেই আছে নিশ্চয় ভালো আছে।আমার বিশ্বাস আমাকে দেখছেও দূর থেকে।চাইছে কিন্তু কাছে আসতে পারছে না।
JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7yVkNnaHiFHRCrKeYeX74AuvgMUpYbApUuwmvkSHaN4vH6vWdrufFafkMZeEH3ip9ryhd1K5xpSPx6UC9nCNqkdCmsrFwk.jpeg

আজ অন্য একজনের কথা বলতে চাই, যে আমার জীবনে অনেক কিছু।কথায় আছে না একজীবনে একই রকম ভালোবাসা দুবার করে পাওয়া। হয়তো আমার মা আমার উপরে কোনো কারণে খুশী। তাই নিজের জায়গায় অন্য এক জনকে পাঠিয়েছে।অনেকেই বুঝতে পেরেছেন হয়তো আমি কার কথা বলছি।

@sunitahive সুনীতা দি। আজ আর আলাদা করে কিছু বলবো না কারণ মানুষটা জানে আমি কি বলতে চাই।কি অনুভব করি।আজকের দিনে দাড়িয়ে একটাই কথা বলবো,আমি জানি আমি হয়তো ততটাও যোগ্য নই,যতটা তুমি আমায় ভালবাসো। তবে আমি তোমার মতো হতে চাই।

না তোমায় নকল করার স্পর্ধা নেই আমার। আমি তোমায় অনুসরণ করতে চাই।জীবনটা তোমার মতন অর্থাৎ নিজের ইচ্ছে মতো বাঁচতে চাই। জায়গা বুঝে শক্ত হতে চাই,আবার নরম হয়ে ভালোবাসায় আগলে রাখতে চাই।

তুমি যেমনটা আমায় গড়তে চাও গড়ে নিও।শুধু ভুলে যেও না। তুমি জানো তোমাকে আমার ঠিক কতটা প্রয়োজন। তাই বলছি ঠিকঠাক সময় মতো ওষুধ খাবে। সুস্থ থাকবে।

আর কিছু লিখতে পাড়লাম না।পৃথিবীর সকল মায়েরা তাদের সন্তানদের নিয়ে ভালো থাকুক। এই দূর্সময় কেটে যাক। মা হারানো,সন্তান হারানো,আপনজন হারানোর এই ধ্বংসলীলা শেষ হোক এবার।

সাবধানে থাকবেন।শুভরাত্রি।