বিদায় ‘নিন্দিত’ প্রেসিডেন্ট

in #hive4 years ago

image.png

খামখেয়ালিপনা, বেপরোয়া, বিতর্কিত, উদ্ভট আচরণ, নারী কেলেঙ্কারি- এতগুলো নেতিবাচকতা নিয়ে বিশ্বনেতাদের একটি তালিকা হলে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থাকবেন প্রথম দিকে। ক্ষমতার শুরুর দিকেই ট্রাম্প বুঝিয়ে দিয়েছিলেন তিনি আর দশ-পাঁচটা প্রেসিডেন্টের মতো নয়। মিত্রদের চাওয়া-পাওয়াকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিনি বেছে নিয়েছিলেন ‘একলা চলো নীতি’; যার মূলমন্ত্র ছিল ‘আমেরিকা শ্রেষ্ঠ’। ক্ষমতার মেয়াদের শেষ পর্যন্ত তিনি এসব নীতিতে অনড় ছিলেন। ডোনাল্ড ট্রাম্পের এমন বেপরোয়া নীতি বিশ্বের সামনে উগ্রপন্থার দরোজা খুলে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এর ফলও হাতেনাতে পেছেন তিনি। মার্কিন ইতিহাসের সবচেয়ে অজনপ্রিয় প্রেসিডেন্ট হিসেবে তাকে বিদায় নিতে হচ্ছে।

Sort:  

Congratulations @adr8! You received a personal badge!

Happy Hive Birthday! You are on the Hive blockchain for 1 year!

You can view your badges on your board and compare yourself to others in the Ranking

miss you mad man :p

ek e kaj na kore porer jon