গত ১ অক্টোবর রোববার রাতে মান্দাল বে হোটেলের পাশে উন্মুক্ত চত্বরে ‘রুট নাইনটি ওয়ান হারভেস্ট কনসার্ট’ চলাকালে হামলায় এক নারীর জীবন বাঁচিয়ে দিল তার রোজ গোল্ড রঙের আইফোন। ওই নারীকে সর্বজনীনভাবে সনাক্ত করা না হলেও তিনি তার ট্যাক্সিক্যাব চালককে ক্ষতিগ্রস্ত আইফোনটি দেখিয়েছেন বলে ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়।
ছবিতে দেখা গেছে জনপ্রিয় এই আইফোনের কভার বুলেটের আঘাতে ভেঙে গেছে। আর যুক্তরাষ্ট্রের ইতিহাসের এই বড় ধরনের হামলার সময় ওই নারীর আইফোনটি শরীরের কোথায় রাখা ছিল তা জানা যায়নি। এছাড়া ছবি দেখা জানা গেছে, আইফোনটি রোজগোল্ড রঙের তবে কোন মডেলের আইফোন ছিল এটি তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
রোববারের ওই হামলায় ৫৯ জন নিহত হন আর পাঁচ শতাধিক মানুষ আহত হয়েছে। স্টিফেন প্যাডক নামে ৬৪ বছর বয়সী এক অবসরপ্রাপ্ত হিসাবরক্ষককে হামলাকারী হিসেবে শনাক্ত করলেও কেন তিনি এই হত্যাযজ্ঞ চালিয়েছেন, তার কারণ জানা যায়নি এখনও। হামলার পর গুলি চালিয়ে স্টিফেন প্যাডক তাকে হত্যা করা হয়েছে
o sam post