ভারতের শোবিজ আর ক্রিকেট যেন একসঙ্গে একাকার হয়ে যায় বিরাট কোহলি আর আনুশকার শর্মার নাম উচ্চারণ করলে। সম্প্রতি তুমুল জনপ্রিয় এই জুটি দুই থেকে তিন হয়েছেন। তাদের ঘরে এসেছে সন্তান। এই নিয়ে হইচই চলছে মিডিয়ায়। যখন তাদের সংসারের নতুন অতিথি নিয়ে আলোচনা চলছে তখন সম্পুর্ণ ভিন্ন আর বিব্রতকর কারণে আবারো শিরোনাম হলেন এই দম্পতি।