Food interior

in #interior7 years ago

একটা রেস্টুরেন্টে গেলে পেশা ভেদে/মানসিকতা ভেদে মানুষের বিভিন্ন চাহিদা থাকে!! যেমন চাকরু জীবিরা খাবারের পাশাপাশি চায় এসি এবং মিটিং করার জন্য টাইম বেশি বেশি, আবার কাপল রা চায় এসির পাশাপাশি হালকা প্রাইভেসি, আর ক্রীড়া প্রেমিরা খাবারের পাশাপাশি খোজে রোনালদো আর মেসি!! তবে সবাই সাধারণ ভাবে রেস্টুরেন্টে গেলে খাবারের পাশপাশি মোটামুটি ইন্টেরিয়র ও খেয়াল করে নিজের রুচি অনুযায়ী!!

image

ধানমন্ডি তে হয়েছে Bunkers নামে এক রেস্টুরেন্ট!! এটি আসলে খিলগাও বাংকার্স এর ই এক টা শাখা প্রশাখা!!

ইন্টেরিয়ঃ

এই রেস্টুরেন্টের ইন্টেরিয়র টা অনেক ক্লাসি, দর্শনের ভালো লাগার বর্ষন হবে আপনার!! সব পরিপাটি করে সাজানো!! স্মোকার টার জন্য আলাদা রুম আছে!! একটা ছোট্ট ঘর আছে যেখানে আরামসে হেলান দিয়ে খাবারের সাথে আড্ডা মেখেও খেতে পারবেন!! খালি ঘুমায়া যাইয়েন না সোফা সেট গুলো সুন্দর!! দেয়াল জুড়ে দুই একটা পুরনো আমলে ছবি আছে যা দেখতে ভাল্লাগে!! আর রাতের বেলা রেস্টুরেন্টে একটা আলো-ছায়ার খেলা হয় যেটা অনেকের কাছে ভাল্লাগতে পারে!! আমার খুব পছন্দ হয়েছে!!