একটি টিভি বিনোদন মাত্রা কয়েক গুন বাড়িয়ে দিতে পারে। আপনি বাজার থেকে টিভি কিনতে গিয়ে এত এত টিভির মধ্যে কোনটা কিনবেন? আবশ্যক এইচডি টিভি সম্পরকে কিছুটা ধারনা থাকা প্রয়োজন। নিচে কিছু প্রয়োজনীয তথ্য দেওয়া হল যা আপনার মনের মত টিভি কিনতে সহায়ক হবে।
কয়েকটা টিভির পার্থক্য যেমন: এলসিডি, এলইডি, প্লাজমা এবং ওএলইডি
1. প্লাজমা: পৃথিবীতে প্রথম আবিষ্কৃত প্লাজমা এইচডি প্রজুক্তি। প্লাজমা প্রজুক্তিতে ছবি ও তার ক্ষুদ্র অংশ জেনন ও নিয়ন এ দুটি দ্বারা পরিপূর্ণ করা হয়ে থাকে। অনেক উন্নতমানের রং এবং উজ্জল আলো ছড়াই। আপনি যখন প্লাজমা টিভিতে এইচডি মুভি দেখার সময় আপনাকে অন্য রকম অভিজ্ঞতা অর্জন হবে। এর ক্ষুদ্র আলো আপনার পরিবারকে প্রাকৃতিক আমেজ প্রদান করতে থাকবে। আপনার সিনেমা দেখার অভিজ্ঞতা আরো বেড়ে যাবে। মনে হবে সত্যি কারের সিনেমা দেখচি।
২. এলসিডি: সত্যিকার অর্থে যেকোনো ছবি, পরিবেশ এবং যাইহোকনা কেন উজ্জল ছবি আলো প্রদান করে। একটি এলসিডি টিভি স্বচ্ছ আলো দ্বারা পরিপূর্ণ হয়ে ওঠে। যেমন মুভি দেখে, গেমিং খেলা ইত্যাদি। উপযুক্ত মান প্রদান করে এলসিডির সব ছবিকে।
৩.এলইডি: এ টিভি কিছুটা এলসিডির মতই। তবে এলইডি লাইট আলোকিত করে বেশি। এলইডি টিভি স্লিম এবং বিদ্যুৎ কম খরচ হয়। এলসিডি টিভি বিদ্যুৎসাস্রই কিছুটা বেসি। এ টিভির এলইডি টিভির চেয়ে উজ্জল আলো কম।
৪. ওএলইডি: সর্বশেষ আবিস্কার ওএলইডি এইচডি প্রজুক্তি। অধিক আলো ছড়াই বাস্তব ধর্মী ছবি উৎপন্ন করে। কিছু কার্বন জাত এ প্রযুক্তিতে দেয়া হয়ে থাকে। পিকজেল গুল বন্ধ করা যায়।
রুমের জন্য সঠিক সাইজের টিভি নির্বাচন করুন।
টিভির সাইজ নির্ভর করে দেখার দূরতের এবং রুমের সাইজের উপর। নিচে বিভিন্ন সাইজ এর রুমের জন্য সঠিক মাপের টিভি নির্বাচন করার পদ্ধতি দেওয়া হল:
টিভির সাইজ ৭২০পি এর দূরত্ব ১০৮০পি এর দূরত্ব
৬৫" ১৩ ফুট ৮.৫ ফুট
৬০" ১২ ফুট ৮ ফুট
৫৫" ১১.৫ ফুট ৭.৫ ফুট
৫০" ১০ ফুট ৬.৫ ফুট
৪২" ৮ ফুট ৫.৫ ফুট
৭২০পি, ১০৮০পি এবং ৪কে এর পার্থক্যঃ
রেজুলেসন এইচডি টিভির সবকিছু। রেজুলেসন যত বেশি ততো ভালো মানের ছবি উৎপন্ন হবে এইচডি টিভি ৩ ধরনের পাওয়া যায়।
রেজুলেসন, পিক্সেল
১. (৭২০পি, ১০৮০প, ৪কে) ৩৮৪০ x ২১৬০
২. ১০৮০পি, ১৯২০ x ১০৮০
৩. ৭২০পি, ১২৮০ x ৭২০
পৃথিবীতে সর্বশেষ আবিস্ক্রত (৭২০পি, ১০৮০পি, ৪কে) রেজুলেসনের ডিসপ্লে। এটি আপনাকে ফুল এইচডি ৩ডি মানের ছবি প্রদান করবে।
Welcome to Steemit @magazine1 :)
Welcome to Steem, @magazine1!
I am a bot coded by the SteemPlus team to help you make the best of your experience on the Steem Blockchain!
SteemPlus is a Chrome, Opera and Firefox extension that adds tons of features on Steemit.
It helps you see the real value of your account, who mentionned you, the value of the votes received, a filtered and sorted feed and much more! All of this in a fast and secure way.
To see why 2831 Steemians use SteemPlus, install our extension, read the documentation or the latest release : SteemPlus 2.17 : Tips.
Your reply is very good to me,