নারী তুমি মানব দরদি তুমি জননী তুমি মা।কে রেখেছে তোমায় ঐ অন্ধকাড়ে। বেড়িয়ে আসো আজি আলোর পথে ।ডাকছে তোমায় সবাই। আমরা সবাই জানি নারী মানে মা, নারী মানে বোন। নারি সমাজকে অনেকে কুলশিত লাঞ্ছিত মনে করে।অথচ একটিবারও ভাবে না এই সেই নারি যে আমার মা যে আমার বোন। আমাদের পুরুষ সমাজ এখনও এতটাই নিচু মনের অধিকারী ।যে পুরুষ একটা নারিকে লাঞ্ছিত হতে দেখেও মুখ বুঝে থাকে দেখেও না দেখার ভান করে সে কেমন পুরুশ।সে তো পুরুষ নামে কলঙ্কময়য়। সেই পরুষের বাহিরে না থেকে ঘরে শারি চুরি পরে থাকা উচিত। অথচ একজন নারি চার দেওয়ালের মাঝে থেকেও প্রতিবাদ করতে জানে।কিন্ত সেই নারির পাশে দাঁড়াবার মতো কেও নেই বলে তার প্রতিবাদ অন্ধকারে ঢাকা পরে। বেগম রকেয়া মহীয়সী সেই নারি নারীকে চার দেওালের মাঝে থেকে বের করে আনে,নারিকে আলোর পথ মুক্তির পথ দেখায়।আজ বাংলাদেশের নারি সমাজ অন্যান্য দেশের নারীদের মতো পুরুষের সাথে সমান তালে কাজ করে যাচ্ছে। কে বলে নারি জাতি কিছু পারে না।মনে পরে গেল নেপলিয়ান এর কথা নেপলিয়ান বলেছেন ,"আমাকে একজন শিক্ষিত মা দেও আমি তোমাদের একটি শিক্ষিতি জাতি দিব"।নেপলিয়ানের সেই বিখ্যাত ভাষণ থেকে ধারনা হয় যে একজন শিক্ষিত মা যদি থাকে তবে একটি পরিবার শিক্ষিত হবে র একটি পরিবার শিক্ষিত হলে এক্তি সমাজ শিক্ষিত হবে তবে একটি দেশ শিক্ষিত হবে।
সেদিন বেগম রকেয়ার হাত ধরে হাজার মা বোন চার দেওালের মাঝে থেকে বের হয়ে আসে ,তারা আসে মুক্তির পথে আনন্দের পথে ।তারা যেন মুক্ত আকাশে পাখির মত পাখা মেলে উরার শুজক পায়।আজ বাংলাদেশের নারিরা ঘরে বাহিরে কাজ করে যাচ্ছে ।নারীদের আজ রয়েছে পুরুষের মতো সমান অধিকার।গ্রামের মেয়েরা থেকে শুরু করে শহরের মেয়েরাও সমান তালে কাজ করে যাচ্ছে ।কে বলে ওরা কিছু পারবে না??
আজ বাংলাদেশের মেয়েরা শিক্ষিত হয়ে আল ছড়াচ্ছে ঘরে বাহিরে এমনকি দেশের বাহিরেও।ছিনিয়ে আনছে এওয়ার্ড ।
নারি তোমার জয় যাত্রা হোক অবিছল।
Welcome to steemit
thanks
Its my pleasure
Welcome to the community :) I hope you will like it here.
thanks my friend
Melania Trump must be very tall.
Really
Welcome to steemit @mohona. Join @minnowsupport project for more help. Checkout @helpie and @qurator projects.
Send SBD/STEEM to @treeplanter to plant trees and get an get an upvote in exchange of your donation (Min 0.01 SDB)
Upvote this comment to keep helping more new steemians
Send SBD/STEEM to @tuanis in exchange of an upvote and support this project, follow for random votes.
ok my friend
Thanks
Really you are my best friend