৩ নম্ভেম্বরের আগে বাজারে আসছে না অ্যাপলের নতুন আইফোন X। কিন্তু এই মূহুর্তেই এই আইফোন ব্যবহার করছেন অ্যাপল প্রধান টিম কুক।
সম্প্রতি অক্সফোর্ড ইউনিভার্সিটি’র এক প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের সামনে টিম কুক-এর পকেট থেকে বের হয়ে আসে আইফোন X। বিশ্ববিদ্যালয়টির ইউটিউব চ্যানেলে দেওয়া ভিডিওতে দেখা যায় বক্তব্য দেওয়ার সময় আইফোন X-এর মাথাটি কুক-এর পকেট থেকে উঁকি দিচ্ছিল। এক পর্যায়ে এটি পকেট থেকে বের হয়ে কুক যে সোফায় বসা সেখানে পড়ে যায়।
ভিডিওতে দেখা যায়, কুক ফেইস আইডি দিয়ে তার আইফোন X আনলক না করেই দ্রুত নোটিফিকেশনগুলো চেক করে নিয়েছেন, বলা হয় ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন বিজনেস ইনসাইডার-এর প্রতিবেদনে। এরপর তিনি আইফোনটি উল্টে রেখে দেন।
৫.৮ ইঞ্চির আইফোন X হাতে নিলে সাধারণ ফোনের আকারই মনে হয়। এটি অত বিশাল নয়, আর এর পেছনের কেসিং কাচের তৈরি হওয়ায় এটি কম পিচ্ছিলও। তাহলে কী কারণে পড়ে গেল কুক-এর আইফোন X? হয়তো বুধবার কুকের পরা প্যান্টটির পকেট ছোট ছিল- এমনটাই বলা হয় প্রতিবেদনটিতে।
Sort: Trending