আচ্ছালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি বারাকাতুহু, কেমন আছেন সবাই ? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আজকে আমি কথা বলবো আমাদের কিছু কৌশল বাদী মানুষ দেড় নিয়ে। ইসলাম ধর্মের সাথে চালাকি করে অনেক মানুষ। তারা খারাপ কাজ করে কিন্তু ভালো একটা নাম দিয়ে সেটা করে এবং নিজেকে ভালো মানুষ দাবি করে।
আমাদের সমাজে একটা কমন বিষয় প্রচলিত আছে সেটা হলো সুদ বলে বলে ইন্টারেস্ট। আচ্ছা ইন্টারেস্ট বললেই কি সুদ হালাল হয়ে যাবে ? তার পর দেখবেন অনেক পরহেজগার বেক্তি আছে তারা কখনো ঘুষ খায় না তারা বকশিশ নেয়। উনি ঘুষ কে বকশিশ বলে চালিয়ে দেন । একটা একটা কমন প্রশ্ন সেটা হলো মানুষ উনাকে কেন বকশিশ দিতে যাবে ? রাস্তা ঘাটে তো কত মানুষ পরে আছে কই ওদের তো কেউ বকশিশ দেয় না। তাহলে একজন চাকরিজীবীকে মানুষ কেন বকশিশ দিতে যাবে ?
এর মানেই বুঝে নিতে হবে এর মধ্যে একটা না একটা ঝামেলা আছেই। অবশ্যই উনি একজনের ফাইল আটকিয়ে রাখে এবং যে উনাকে বকশিশ নামে ঘুষ টা দেয় তাকে উনি আগে ফাইল টা দেয়।
আসলে আমাদের সমাজে ভালো মানুষ এর অভাব খুব বেশি। বেশির ভাগ মানুষ ই ভালো মানুষের ভাব ধরে বসে থাকে, আমাদের এইসব ভালো মানুষের রূপ ধরা মানুষ গুলা থেকে দূরে থাকতে হবে এবং এদের এইসব কাজ থেকেও দূরে থাকতে হবে।
ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আসুন ভালো কিছু করি এবং অন্যকেও উৎসাহিত করি. ধন্যবাদ সবাইকে।
ভালো কিছু জানতে ও পেতে চান তাহলে @স্টিমিটবাংলাদেশ এর সাথেই থাকুন . ধন্যবাদ সবাইকে পুরো আর্টিকেল মনোযোগ দিয়ে পড়ার জন্যে.
https://steemit.com/islam/@mahmoudaellatif/a-muslim-british-man-gives-his-shoes-to-a-homeless-guy-without-been-known-what-s-islamic-about-this-behavior