যার জন্ম আছে তার মৃত্যু অবধারিত এই কথা তো চিরন্তন সত্য। তাই জন্ম যখন নিয়েছি মৃত্যু একদিন আসবেই। তাই মৃত্যু টা যেন ভালো ভাবেই হয় সেই জন্যে আমাদের দুনিয়াতে ভালো কাজ করতে হবে। অনেক মানুষের মৃত্যুর আলামত দেখলেই বোঝা হয় তার মৃত্যু টা খারাপ হয়েছে, কতটা আফসোস তাদের জন্যে। আল্লাহ আমাদের ঐসব খারাপ মৃত্যুর হাত থেকে রক্ষা করুন আমিন।
খারাপ মৃত্যুর মধ্যে একটা কমন আলামত সেটা হলো আত্মহত্যার মৃত্যু। যারা যেইভাবে আত্মহত্যা করে তারা যেইভাবে আত্মহত্যা করবে তারা জাহান্নামে সারাক্ষন ঐভাবেই আবার আত্মহত্যা করতে থাকবে। অর্থাৎ কেউ যদি ফাঁসি দিয়ে মারা যায় তাহলে জাহান্নাম এ তারা এভাবেই মরতেই থাকবে কিন্তু মৃত্যু তো হবে না শুধু ফাঁসি দিতেই থাকবে দিতেই থাকবে আর কষ্ট পেতে থাকবে।
যারা বিষ খেয়ে মারা যাবে তারা জাহান্নাম এ শুধু বিষ খাবে আর চিৎকার করবে কিন্তু মৃত্যু আর আসবে না। কি কষ্টে পাবে একবার ভাবতে পারছেন ? তাই যতই দুঃখ পান না কেন সেটা কিন্তু জাহান্নাম থেকে বেশি না তাই সবাই আত্মহত্যা থেকে দূরে থাকবেন ।
অনেকে নেশা করতে করতে মারা যায় । যেমন অনেকে অতিরিক্ত মদ্ধ পান করার ফলে মৃত্যু হয়। আপনিই বলেন সেটা কি ভালো মৃত্যু ? অবসসই না। ঠিক তেমনি বোঝা যায় অনেক খারাপ মৃত্যু আছে। জয় হোক পুরো ভিডিওটি দেখলে আপনি অনেক কিছু জানতে পারবেন । আল্লাহ সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ।
@ইয়া আল্লাহ তুমি আমাদের সবাইকে ঈমানের সাথে মৃত্যু দাণ কইরো। আর সব গুণাহ খাতা মাফ করে দিয়ো আমিন|
@ইয়া আল্লাহপাক আপনি আমাকে সহ পৃথিবীর সকল মুসলমানদের পরিপূর্ণ ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। (আমিন)
আমার এই আর্টিকেল টি যদি আপনার জীবনে কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আর্টিকেল টি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আল্লাহ আপনাকে ভালো রাখুন সেই প্রত্যাশায় আজকে আমার আমার আর্টিকেল শেষ করছি।
ভালো কিছু জানতে ও পেতে চান তাহলে @স্টিমিটবাংলাদেশ এর সাথেই থাকুন . ধন্যবাদ সবাইকে পুরো আর্টিকেল মনোযোগ দিয়ে পড়ার জন্যে.
Hi! I am a robot. I just upvoted you! I found similar content that readers might be interested in:
http://www.xinjiejs.com/
Hello @cheetah Please recheck and solve your problem. Your decision is legally wrong please recheck and remove your comment and upvote.
Congratulations @sabbir1213! You received a personal award!
You can view your badges on your Steem Board and compare to others on the Steem Ranking
Vote for @Steemitboard as a witness to get one more award and increased upvotes!