কোনো পুরুষের মাঝে বাবা বা বড় ভাই এর মত দায়ত্বশীল আচরনের ছায়া দেখা মাত্রই প্রেমে পড়ে যায় কিশোরী মেয়েরা! পিতার বয়সী কিংবা তাঁর চাইতেও বেশি বয়সের পুরুষদের প্রেমে পড়াটা, কিংবা প্রেম করে বিয়ে করাটা তরুণীদের জন্য ইদানীং খুব সহজ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে।
Sort: Trending