কাচা অাম খেতে আমরা সবাই পছন্দ করি।কাচা অাম দিয়ে অনেক কিছুই বানানো যায়।অাজকে অামি কিভাবে কাচা অাম দিয়ে জুস বানাতে হয় সেটি করে দেখাব।
উপকরন:
১.কাচা অাম(২টি)
২.চিনি(স্বাদ মত)
৩.লবণ (অল্প)
৪.পুদিনাপাতা
৫.কাচা মরিচ
৬.বিট লবণ
৭.পানি
৮.বরফ কুচি
প্রণালি :
প্রথমে অাম গুলো কেটে কুচি কুচি করে নিতে হবে।তারপর এক এক করে সব উপাদান ব্লেন্ডার এ দিতে হবে।২ -থেকে ৩ বার ব্লেন্ড করলেই হয়ে যাবে কাচা অামের টক মিষ্টি ঝাল জুস।
yummy😜 Masha Allah, u always cook well...I already taste different dishes cooked by you😍
I want to taste that green mango juice too😛🍷
Thanks for appreciate😍next time inshaAllah when u come to my home, i will try to make again green mango juice specially for u vabi😃
Insah Allah😍