জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মত লোকেদের রক্তের দোষ আছে , আর সেই রক্তের দোষটা হলঃ ক্ষমতার লোভ । আমিও তো একটা ছোট জমিদারি পরিবার থেকে বিলং করি, কিছুটা হলেও জানি ব্যাপারস্যাপারগুলো। আমার শরীরেও ওই বিষাক্ত রক্ত বয়ে চলেছে। একটা নিয়ম থাকা উচিৎ, যে রাজপরিবারের এসব বদ রক্তদের নির্বাচনে অংশ নিতে দেয়া যাবেনা। কারণ সুযোগ দিলেই এরা সিস্টেমকে ম্যানিপুলেট করে ক্ষমতা নিয়ে মজা নেয়ার চেষ্টা করবে। এটা গনতন্ত্র, এখানে রাজাদের রাজত্ব চলা উচিৎ নয়!! নাহলে এটা ব্রিটেনের মত ফেকু গণতন্ত্রে পরিণত হবে। আর রইল বীরত্ব সমগ্র গল্পগাথার কথা তো, জেনে রাখবেনঃ "History is written by the Victor. " ওতে অনেক ভুয়ো গল্প থাকে, সত্যতা যাচাই করে নেয়াটা সাধারণ মানুষের দায়িত্ব।
It's the people's job to make sure what are shown to them are real and truth.People like #JyotiradityaScindia are power hungry. all they care about is how to get the chair and rule like a king, since he belongs from a Royal Family. There should be certain laws to prevent these kind of people from royal families from taking part in Electoral Process, because these people will always find a way to manipulate and corrupt the system just to get and stay in power. and yes, there are other people who loves to stay as their loyal slaves not to serve people but these tyrannical powers. This is a #Democratic system, #Monarchs shouldn't influence this at any cost. Otherwise this will be turned in to a fake Democracy just like Great Britain. And if you are talking about stories of bravery, Remember this : "History is written by the Victor. "