একদা এক জঙ্গলে সিংহ ও ইঁদুর ছিল। একদিন ইঁদুরটি সিংহের গুহার পাশে খেলছিল। খেলতে খেলতে হঠাৎ করে সিংহের নাকের মধ্যে ঢুকে গেল। সিংহটি খুব রাগ হলো। সে জোরে না জারা দিল। ইঁদুরটি বেরিয়ে ছিটকে আসলো। তারপর সিংহ রাগের চোটে ইঁদুরকে খেয়ে ফেলবে বলল।
ইঁদুরটি বলল আমাকে খেয়ো না আমাকে ছেড়ে দাও।আমি একদিন আপনার উপকারে আসতে পারি।
সিংহটি বলল তুই আমার কি কাজে আসবি। অনেক মাপ চাওয়ার পর ইঁদুরটিকে ছেড়ে দিল।
তারপর অনেক দিন পর একদিন সিংহ জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে শিকারির জালে আটকা পড়ল। তখন সিংহ গর্জে উঠলো এবং বাঁচাও বাঁচাও বলে সাহায্য চাইলো তখন সেই ইঁদুরটি তার গর্জন শুনে চলে আসে। এবং তার দাঁত দিয়ে জালটি কাটলো। সিংহ মুক্তি পেয়ে ইঁদুরটিকে ধন্যবাদ দিল এবং বলল ছোটরাও অনেক কিছু করতে পারে
Sort: Trending