Clean If you know some tips, your home will be clean without a traveler...

in #l7 years ago

আজ আমি এমন কিছু টিপস নিয়ে আলোচনা করবো যা আপনাকে রান্না ঘরে কিংবা গৃহস্থালীর নানান কাজে সহায়তা করবে।
১। পেঁয়াজ কাটার সময় চোখের পানি ঝরে অঝোর ধারায়। প্রথমে পেঁয়াজের খোসা ছাড়িয়ে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখুন, তারপর পেঁয়াজ কাটতে শুরু করুন এখন আর চোখ জ্বালবে না।
২। আমরা অনেক সময় গরম চা কিংবা রান্না করা তরকারীর লবণ টেস্ট করার জন্য তারাতারি করে ঝোল মুখে নিয়ে জিহবা পুড়ে ফেলি। সাথে সাথে আধা চা চামচ চিনি নিয়ে জিহবার পোড়া জায়গায় রেখে একটু একটু করে খেয়ে ফেলুন। দেখবেন জিহবার জ্বালা পোড়া কমে যাবে।
৩.সালাদ , ভর্তা এর জন্য কাচামরিচ কুচি করার সময় হাতের মধ্যে ঝাল লেগে আছে ভুলে সেই হাত চোখে লেগে গেল আবার রান্না করার সময়ে মরিচের গুড়া ব্যবহার করে হঠাৎ মরিচের ছিটে এসে চোখে পড়ে চোখ জ্বালা-পোড়া করছে। এক চিমটি লবন খেয়ে নিতে পারেন দেখবেন সাথে সাথে চোখের জ্বালা চলে যাবে। এতে চোখ একবার ধুয়ে নিলে ভালো হয়।
৪। আপেল কাটার পর দেখবেন আপেল কালো হয়ে যায়। তাই আপেলকে টাটকা রাখতে আপেল কাটার পর আপেলের ওপর লেবুর রস দিয়ে ছড়িয়ে দিন। আর কালচে হবে না।
৫। অনেক সময় পাত্রে কোনোকিছু পুড়ে গেলে তার মধ্যে পোড়া দাগ পরে যায়। এর মধ্যে কুচানো কিছু পেঁয়াজ দিয়ে গরম পানি ঢেলে রেখে দিন। এরপর পরিস্কার করে ফেলুন, পোড়া দাগ উঠে যাবে।
৬। রসুনের খোসা ছাড়াতে গিয়ে বিরক্তি হওয়া অনেকটাই স্বাভাবিক। এক কাজ করুন রসুনের খোসা চাড়াবার আগে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখুন। কাজটা সহজ হয়ে যাবে।
৭। ডিমকে যদি দীর্ঘদিন ভালো রাখতে চান, তাহলে ডিম পানিতে ধোবেন না। কারণ, পানিতে ধোওয়া ডিমের ওপরের পাতলা বিশেষ প্রতিরক্ষা-প্রলেপ উঠে গিয়ে ডিমকে তাড়াতাড়ি নষ্ট করতে সাহায্য করে।pp.jpg

Sort:  


Do not open links from users you do not trust. Do not provide your private keys to any third party websites.WARNING! The comment below by @samanhabib leads to a known phishing site that could steal your account.

Peace, Abundance, and Liberty Network (PALnet) Discord Channel. It's a completely public and open space to all members of the Steemit community who voluntarily choose to be there.Congratulations! This post has been upvoted from the communal account, @minnowsupport, by doly77 from the Minnow Support Project. It's a witness project run by aggroed, ausbitbank, teamsteem, theprophet0, someguy123, neoxian, followbtcnews, and netuoso. The goal is to help Steemit grow by supporting Minnows. Please find us at the

If you would like to delegate to the Minnow Support Project you can do so by clicking on the following links: 50SP, 100SP, 250SP, 500SP, 1000SP, 5000SP.
Be sure to leave at least 50SP undelegated on your account.