"আমার একটা তুমি ছিল"
আলমগীর কবীর।
আমার একটা তুমি ছিল,,,
পরিচয় তার সাথে অনেকটা কাকতালীয়,
বলতাম আমি তাকে, কখন ঘুমাবা তা আমাকে জানিয়,
উত্তরে বলতো:জানিনা ঘুমাবো কখন, যখন আসবে তখন।
আমার একটা তুমি ছিল,,,
হাসতো সে,আর বলত কি জানো?
হি,হি,হি,হি,।
আমার একটা তুমি ছিল,,,
গোসল করতো রাতে,
এটায় নাকি ভাল তাহাতে।
যদি আমি বলতাম ঠান্ডা লাগবে যে,
উত্তরে কি বলতো জানো সে?
ঠান্ডা আমার লাগে,জ্বরও আসে তো,,,?
আমার একটা তুমি ছিল,,,
সে ছিল অভিমানী,
অল্পতে রেগে যেতো যতদুর জানি।
আমার একটা তুমি ছিল,,,
যদি বলতাম কি কর?
উত্তরে বলতো এই যে আঁকি, আর কষ্ট দুরে রাখি।
আমার একটা তুমি ছিল,,,
যদি বলতাম খাও কখন?
উত্তরে বলতো,যখন মনে পড়ে তখন।
আমার একটা তুমি ছিল,,,
হাতের কাজে দক্ষ সে,
অনেক কিছুই পারতো যে।
আমার না একটায় তুমি ছিল,,,,,,!!!
Sort: Trending