এখন আর Facebook এ ঢুকতে মন চাই না,পছন্দের তালিকায় উপরের থাকা "তুমি"
টাকে নিচে নামাতে চাই না বলে।
এখন আর প্রকৃতি দেখতে মন চাই না,যদি অল্প সময়ের জন্যেও অন্যমনষ্ক হয়ে যাই।
এখন আর জনসমাগম ভাল লাগে না, কেন জানি সব অচেনা মনে হয়।
এখন আর রাগতে মন চাই না,যদি তোমার চেয়ে বেশি রেগে যাই।
মজার বিষয় হল,এই সব আয়োজন যার জন্য সে কিন্তু দেখতে পারবেনা। তারপরও এইসব করতে ভাল লাগবে। আর এটাই অনুভূতি,,,,
Facebook এ ঢুকতে মন চাই না কেনো