ধন্যবাদ @zaku ভাই,
একটা মানুষ সববিষয়ে পারদর্শী থাকে না। বাবা - মার স্বপ্ন পূরন নাও হতে পারে তবে নিজে যে বিষয়ে পারদর্শী সে বিষয়েই সাফলতা আসতে পারে। তাই বাবা-মার মনে আঘাত না দিয়ে বুঝানোর চেষ্টা করতে হবে।
পাছে লোকে কিছু বলে
কে কি বলে তা ভাবার সময় নেই! আপনি আপনার দক্ষতাকে কাজে লাগিয়ে অগ্রসর হউন যখন সফলতা আসবে তখন সবাই বাহবা দিবে। আমি এমনটাই বিশ্বাস করি @zaku ভাই