বিশপস্ কলেজে বিদ্যার্জন ছাড়া একটা মিনিটও তিনি অন্য কাজে ব্যয় করেননি।এ কলেজ কবির জীবনে আশীর্বাদ হয়ে এসেছিল। মধুসূদনের হিন্দুধর্ম ত্যাগ করে খ্রিস্টধর্ম গ্রহণ না করলে হয়তো তাঁর চিন্তাচেতনা বিকাশের পথ সুঙ্কুচিত হতো।আমরা বঞ্চিত হতাম এক পণ্ডিত কবির সফল সৃষ্টির সান্নিধ্য থেকে।