মানুষ আজকাল সবাই শহরে থাকতে চাই । সবাই শহর কেন্দ্রিক জীবন যাপন করার চেষ্টা করে চলেছে । বাংলাদেশের বিশেষ করে ঢাকা শহর আজ মানুষে কানাই কানাই হয়ে গেছে । এর পর ও প্রতি বছর আরও মানুষ ঢাকাতে চলে আসছে । ফলে আরও মানুষ বৃদ্ধি পাচ্ছে । এখনই ঢাকা শহর বসবাসের উপজুক্ততা হারিয়ে ফেলছে ের অপর আরও মানুষ বাড়লে কি হবে ঢাকাড় অবস্থা ।
যদিও রাস্তা ঘাটের যানজট কমানোর জন্য সরকার বেশ কিছু প্রকল্প বাস্তবায়ন করছে । তার মধ্যে রয়েছে ফ্লাইওভার , মেট্ররেল , ইত্যাদি । কিন্তু এটা দ্বারা কি আদৌ মানুষের চাপ সামলানো সম্ভব । তা কখনোই নয়। কিছু কিছু বিশেষজ্ঞ মত দিয়েছে রাজধানী স্থানান্তরের । যেটা একটি ভালো উপায় হতে পারে এই কোলাহল ময় জীবন থেকে রাজধানী বাসিদের নিস্তারের ।