আমার জীবনকে আমার মনের মতো করে তৈরী করতে চাই.
আমার মন চায় - আমি যেন নির্ঝঞ্জাটে আমার জীবন কাটাতে পারি. আর জীবনকে ঝামেলা বিহীন রাখতে চাইলে সবচেয়ে আগে যা প্রয়োজন তা হলো অর্থনৈতিক স্বাধীনতা অর্জন. যেহেতু জীবনের জন্য প্রয়োজনীয় সবকিছুই টাকা দিয়ে কিনতে হয়.কাজেই নিজেকে অর্থনৈতিকভাবে শক্ত অবস্থানে খুবই জরুরি. আবার অন্যদিকে টাকা উপার্জনের জন্য নিজেদের জীবনকেই শেষ করে দেয়ারও কোনো মানে হয় না. আমি ব্যক্তিগতভাবে স্বাধীনতা পছন্দ করি আর একই সাথে জীবনকে পুরোপুরি উপভোগও করতে চাই.