Expectation of tomorrow ( Evergreen Peaceful Poetry )

in #life7 years ago

Expectation of tomorrow

Kawsar Hamid
(You have no right to copy the text)

Enlightened in the light of education
In the illiterate society, the impression of literacy,
Wash from a corrupted habit, sin,
Let's wash away worn out and worn out of mind.

In the morning sky fluttering bolts
Stop the curse of war from today,
The sadness of the father of the child,
The call of Koboti is a surprise to the world.

People in human beings today will be reconciled
Delete religion, caste, race discrimination.

Muslim, non-Muslim, krishanga or white,
All the societies should be one society, one principle.
To be caught, nuclear power is catastrophic,
Wake up in every genre of humanity,
Truth, equality-friendship, unity, practice of religion practice,

agamir prottasa.png

( Main Verson of This Poetry Bangla )

আগামীর প্রত্যাশা

কাওছার হামিদ

শিক্ষার আলোতে হোক আলোকিত ধরা
নিরক্ষর সমাজে আসুক স্বাক্ষরতার ছাপ,
কলুষিত আবাস হতে ধুয়ে যাক পাপ,
ধুয়ে যাক মন থেকে জীর্ণ আর জড়া।

ভোরের আকাশে উড়ুক বলাকার ঝাঁক
বন্ধ হোক আজ হতে যুদ্ধের অভিশাপ,
সন্তান হারা জননীর করুণ বিলাপ,
কপোতীর ডাকে হোক বিশ্ব অবাক।

মানুষে মানুষে আজ তৈরি হোক সম্প্রীতি
মুছে যাক ধর্ম,বর্ণ, জাতি ভেদাভেদ,
.
মুসলিম,অমুসলিম, কৃষাঙ্গ কিবা শ্বেত,
সকল ভূমণ্ডল হোক এক সমাজ,এক নীতি ।
লীন হোক ধরা হতে,পারমানবিক শক্তি সর্বনাশা,
জেগে উঠুক প্রতিটি সত্ত্বায় মানবতার জয়গান,
সত্য,সাম্য-মৈত্রী,একতা,ধর্ম চর্চার অনুশীলন।।

Sort:  

good.........😉😉

good post

good writing

Nice post
upvote and comment back

best post