বাংলাদেশের রেকর্ডের ম্যাচ

in #life7 years ago

বাংলাদেশের রেকর্ডের ম্যাচ

ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কাকে হারিয়ে ইতিহাস গড়ার ম্যাচে ধরা দিল দুটি রেকর্ড। টি-টোয়েন্টিতে নিজেদের সর্বোচ্চ রানের লক্ষ্য তাড়া করে জিতল বাংলাদেশ। একই সঙ্গে ক্রিকেটের সবচেয়ে ছোট সংস্করণে করল নিজেদের সর্বোচ্চ রান।

28698579_2041176359483501_5556092747448729978_o.jpg

টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো দুইশ রানের দেখা পেল বাংলাদেশ। শ্রীলঙ্কার ২১৪ রান ছাড়িয়ে গেল দুই বল বাকি থাকতে।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শনিবার ৫ উইকেটে করা ২১৫ রান টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ। আগের সেরা ছিল ১৯৩। শ্রীলঙ্কার বিপক্ষেই গত ফেব্রুয়ারিতে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে সেই রান করে হেরেছিল তারা।
প্রথমবারের মতো দুইশ রান করা বাংলাদেশ

GettyImages-930093128.jpg

স্বাভাবিকভাবেই প্রথমবারের মতো জিতল দুইশ ছাড়ানো রান তাড়া করে। টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজর বিপক্ষে। ২০০৭ সালে জোহানেসবার্গে ১৬৪ রান তাড়া করে জিতেছিল বাংলাদেশ।
আর প্রেমাদাসা স্টেডিয়ামে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড ছিল শ্রীলঙ্কার অধিকারে।

GettyImages-930114086.jpg

ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে ভারতের বিপক্ষে ১৭৫ রানের লক্ষ্য তাড়া করে সেই রেকর্ড গড়েছিল স্বাগতিকরা। এক ম্যাচ পর রেকর্ডটি নিজেদের করে নিল বাংলাদেশ।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের চেয়ে বেশি রানের লক্ষ্য তাড়া করে জিতেছে কেবল অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। ২১৫ রানের লক্ষ্য তাড়া করে জিতে বাংলাদেশ বসেছে তালিকার চতুর্থ স্থানে।

Sort:  

This post has received a 2.32 % upvote from @drotto thanks to: @crickitufu.