লাইফ

in #life5 years ago

গাছপালা সতেজ হয়ে গেছে বৃষ্টি হওয়াতে। আল্লাহর তাআলাকত নিয়ামত দেন আমাদের। বৃষ্টি যদি না হইতো আমরা পানি পাইতাম না। মাটির নিচে পানি পৌঁছিয়ে দেন আল্লাহ তাআলা। একবার ভাবছেন মাটির নিচে যে পানি আছে সে গুলো কে দিয়েছেন। পৃথিবীটা গোল। আর এই পৃথিবীর চারপাশেই পানি রয়েছে। তাহলে চিন্তা করেন একবার৷ পৃথিবীটা কিভাবে পানির উপর ভেসে আছে। আল্লাহ তাআলা চাইলে পৃথিবীকে পানির নিচে তলিয়ে দিতে পারেন।