You are viewing a single comment's thread from:

RE: ঈমাম আজম আবু হানিফা (রহঃ) যে ফয়সালা দিযেছিলেন তা আজ মুসলমান ও অমুসলমান (Imam Abu Hanifa)Part -2

in #life6 years ago

ভাই আমি যদি ঈমাম সাফির মাজহাব মানি তাহলে কি জায়েজ হবে কি হবে না ? তারপর যদি কারো সমালোচনা না করি, তাহলে কি আমার উদ্দেশ্য খারাপ হবে ?

Sort:  

সব মাযহাবের গন্তব্য জান্নাত। সমলছনা করে লা মাযহাবি। সব মাযহাব সহি।

ইসলাম পালন করতে হলে কারো না কারো মাজহাব মানতেই হবে। যে লা মাযহাবী সেও কারো না কারো মাজহাব মানে। হয় নাসির উদ্দিন আলবানী, হয় ইবনে বাজ, হয় ইবনে ত্যায়মিয়া অথবা ইবনুল কাইয়ুম। কারন হাদিস সহি না যোয়ীফ সেটা তো আর সে বলতে পারবে না। তাকেও সহী যোয়ীফের জন্য কারো না কারো মত নিতে হবে। আর যত মারামারি কাটাকাটি সবই হল নফল সুন্নত নিয়া। যা ( ফেরকা বাজী ) ইসলামে হারাম।