ক্যারিয়ার নিয়ে কিছু কথা যা না জানলেই নয়।

in #life7 years ago

আজকে আপনাদের একটা বিষয় নিয়ে কথ বলব সেটা হল আপনার জীবনের গুরুত্বপূর্ণ একটা বিষয়।
মানব জীবনে এ সব বিষয়ে ক্ষুদ্র অনিহা অনেক খারাপ কিছু বয়ে আনতে দ্বিধা করেনা।
career-1342235_1280.png
source
ক্যারিয়ারের ধারনাটি ভালোভাবে বোঝার জন্য এর সাথে সংশ্লিষ্ট অন্যান্য বিষয় সম্পর্কে ধারনা স্পষ্ট হওয়া প্রয়োজন। নিচের কিছু শব্দ একই অর্থের মনে হলেও তারা একই অর্থ বহন করেনা।

শব্দগুল হলঃ

*কাজ
*পেশা
*ক্যারিয়ার
*বৃত্তি
ক্যারিয়ার সংক্রান্ত এ ধারনা গুলর মধ্যে সুস্পষ্ট পার্থক্য করা বেশ কথিন।ধারনা গুল একটি আরেকটির সাথে জড়িত।এ ছাড়া দৈনন্দিন জীবনে আমরা প্রায় এই ধারনা গুলকে একই অর্থে ব্যবহার করি।যেমন- আমার বাবা একজন কৃষক।কৃষি কাজ তার কর্ম।আবার বলি এটি তার পেশা।কিন্তু এই শব্দগুলর মাঝে কিছু পার্থক্য রয়েছ।
career-111932_1280.jpg
source

কাজঃ

কোন কিছু করাকে সাধারন ভাষায় কাজ বলে।এটি একটি ব্যাপক ধারনা যার মধ্যে যেকোনো ধরনের কর্মকাণ্ড অন্তর্ভুক্ত।চাকরি ,পেশা বা ক্যারিয়ার এর ক্ষেত্রে মানুষকে যাযা করতে হয় সেগুলো কোন না কোন কাজ। এর বাইরেও দৈনন্দিন জীবনে মানুষ যা করে যেমন- লেখাপড়া করা ,খাওয়া ,ব্যায়াম করা ,বাজার করা এ গুলকেও আমরা সাধারনভাবে কাজ বলে থাকি।
ব্যাক্তির কর্মক্ষেত্রের নির্দিষ্ট পদে অবস্থান করা কে চাকরি বলে।যেমন সরকারি হাসপাতালের চিকিৎসক,জেলা প্রসাশন অফিসের বাগান পরিচর্যা, বিদ‍্যালয়ের দারোয়ান,গার্মেন্টস কর্মী ইত্যাদি।
filmmaker-2838945_1920.jpg
source

বৃত্তি ও পেশাঃ

বৃত্তি ও পেশা শব্দ দুটিকে কখনো কখনো একই অর্থে ব্যবহার করা হয়।যদিও বৃত্তি ও পেশা শব্দ দুটির মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে।পেশার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শিক্ষা ও প্রশিক্ষ্ণের দরকার হয়, যা সাধারণত বৃত্তির জন্য দরাকার হয় না।
যেমন-একটি ভবনের নকশা যে স্থপতি করেন তাকে স্থাপত্তবিদ্যায় শিক্ষা ও প্রশিক্ষ্ণ নিতে হয়।তাই এটি তার পেশা।অন্যদিকে যারা নির্মাণ শ্রমিক তাদের কাজ কে বৃত্তি বলা হয়।
to-reach-2697951_1920.jpg
source

ক্যারিয়ারঃ

জীবনের সুনির্দিষ্ট অংশই ক্যারিয়ার। ক্যারিয়ার হল সব ধরনের কাজ,পেশা,চাকরি বা জীবন অভিজ্ঞতায় সমন্বিত রূপ যা একজন ব্যাক্তি তার সারা জীবনে অর্জন করে।

কাজ এর অর্থ ব্যাপক । মূলত কোনো উদ্দেশ্য সাধনের জন্য যেকোনো শারীরিক বা মানসিক কর্মকাণ্ড ই কাজ। এটি অর্থ উপার্জনের বা অর্থ ছাড়াও হতে পারে।পেশা মূলত এমন কাজ যার জন্য ব্যাক্তির বিশেষ ধরনের শিক্ষা ও প্রশিক্ষ্ণের প্রয়োজন পড়ে।আর বৃত্তি হল এমন একটি কাজ যা দ্বারা কোন ব্যাক্তি কোনো শিক্ষা বা দীর্ঘ প্রশিক্ষন ছাড়াই অর্থ উপার্জন করতে পারে।
এটি ক্যারিয়ারের সাথে সম্পর্ক যুক্ত হতেও পারে নাও পারে। তবে ক্যারিয়ারের সাথে পেশা বেশী সম্পর্কযুক্ত।দুইটি ধারনাই কাছা কাছি।