জীবনের যত কষ্টের প্রশ্ন

in #life3 years ago

ginkgo-g67a5f464a_1920.jpg

কিছু কষ্ট আমরা কখনো প্রকাশ করতে পারি না। আমার বিষয়টি দেখুন আমি মামার বাড়ীতে থাকি, অনেক কিছুই বলতে পারি না। আমি জানি হয়তো বলাটাও ঠিক হবে না। কিন্তু আমরা মানুষ, আমাদের কষ্ট করা শিখতে হয়, অন্য রকম পরিবেশে নিজেকে মানিয়ে নিতে হয়, না হলে আমরা বাচঁতে পারবো না এবং নিজেকে টিকিয়ে রাখতে পারবো না।

মানুষ তো কত ধরনের কষ্ট করে, নিজেকে বাঁচিয়ে রাখার জন্য। কারন কষ্ট ছাড়া কিছুই আসে না, কষ্ট করলেই তার সুফল আসবে কিন্তু সব সময় নাও আসতে পারে। কষ্টটা অনেক সময়ই মেনে নিতে হয়, আমাদের বাধ্য করে তা মানতে। জীবন আমার কাছে কষ্টময় কিছু শুধু।

জীবনের কথা আমি বলতে পারি না
কষ্টের কথা আমি ভাগ করতে পারি না?
আমার প্রশ্ন কেন করতে পারি না
আমার দুঃখ কেন প্রকাশ করতে পারি না?

আমার প্রশ্নের উত্তর কে দিবে
আমি কার সাথে তা ভাগ করে নেব?
আপনি কি বলতে পারেন সব
আপনি কি দিতে পারবেন উত্তর?

কষ্ট কেন আমাদের জীবনকে ঘিরে রাখে
কষ্ট কেন আমাদের ছেড়ে যেতে চায় না?
কষ্টগুলোকে কেন এড়িয়ে যাওয়া যায় না
কষ্টগুলোকে কেন পুড়িয়ে ফেলা যায় না?

মানুষের কষ্ট দেখে, মানুষ কেন হাসে
মানুষের কষ্টে কেন কেউ সহযোগিতার হাত বাড়ায় না?
মানুষ তো মানুষের সঙ্গি হওয়ার কথা
তাহলে আমরা কি দিন দিন মানুষ হতে সরে যাচ্ছি?

Imagen de wal_172619 en Pixabay