আমার জিবন কাহিনি

in #life7 years ago

-আপনাকে মানুষ বিয়ে করার জন্য চাপ দিচ্ছে,বা দেবে,এটাই স্বাভাবিক এবং আমি মনে করি আপনার বিয়েটা করেই ফেলা উচিত।
এতদিন ধরে কথাটা বলবো বলবো করে বলি নাই,কারন আমার মনে হয়েছে আপনি যেহেতু এতদিন ধৈর্য ধরে আছেন,আপনাকে এই কথাটা বলা আপনার ধৈর্যশীলতার প্রতি একটা অসম্মান হবে।এখন আমাকে বলেন আসল ঘটনাটা কি।
-আর বইলো না,আমার বড় বোন আমাকে কঠিনভাবে টাইট দিয়েছে,সে বলছে আমি বিয়ে না করলে সে আর আমার চেহারাই দেখবে না।
-উনি তো খুব একটা খারাপ কথা বলেন নাই।এই যে বাচ্চা দুটো বড় হয়ে যাচ্ছে,ক'দিন পর তো একা হয়ে যাবেন,কি হবে তখন??আর এমনিতেও তো সুখ দুঃখ শেয়ার করার উপযুক্ত লোক নাই।বিষণ্ণতা হজম করে আপনি যে ভাল নেই সেটাও তো বুঝতে পারছি।
-তা টো ঠিক,কিন্তু বিয়ে করলে তো এমনও হতে পারে যে সমস্যা না কমে আরও বাড়লো।
-হু,বাড়তে পারে।আবার কমেও যেতে পারে।এমনও হতে পারে আপনি যেমনটা স্বপ্ন দেখেন ঠিক তেমন কিছুই আপনার জন্য হাজির হয়ে গেছে,অবশ্যই বাস্তবতার পরিধির ভেতর।
-আসলে দেখো,আমার যেমন পছন্দ,তেমনটা পাবার যোগ্যতা আমার নাই।বাংলাদেশের পারস্পেক্টিভে বিধবা মানেই তার জন্য প্রস্তাব নিয়ে আসবে ডিভোর্সি লোকজন,নয়তো বুড়ো ভামরা।সম্ভবত,আমার অবস্থা ততটাও খারাপ না।
-আপনার তাহলে অবিবাহিত ছেলে পছন্দ??
-হ্যা।তবে এটা একমাত্র যোগ্যতা না।উত্তম চরিত্রের ছেলেই আমার পছন্দ,অবিবাহিত এবং সুশিক্ষিত হলে আমি ভেবে দেখবো।বিয়ে করার মত সিদ্ধান্তে আসা এখনই সম্ভব না।
-বিশেষ কেউ আছে পছন্দের??
-তেমন না আসলে।(লজ্জ্বিত গলায়) আরে বাদ দাও।এগুলো কথার কথা।বাংলাদেশের ছেলেদের মানসিকতা এখনো ঐ লেভেলে যায় নি যে কোন উচ্চ শিক্ষিত অবিবাহিত তরুণ বিধবাকে বিয়ে করবে।দ্বীনদারি যতই থাক,দিনশেষে ছেলেরা কম বয়সী মেয়েই খোজে,আর এই অধিকারও তাদের আছে।

image

-অবশ্যই অধিকার আছে।কিন্তু এখানে যেভাবে একজন বিধবাকে অচ্ছুৎ করে ফেলা হয়,ব্যাপারটা ঠিক যৌক্তিক না।
-যেমনটা পছন্দ,তেমনটা ধরাছোয়ার বাইরে বলেই চাই না।আপু শুধু শুধু চাপাচাপি করছে।
-আসলে প্রতিটা ব্যাপারই ব্যক্তিভেদে আপেক্ষিক।পৃথিবীটা এক সুবিশাল সমুদ্র,আমরা তার একেক ফোটা জল।প্রতি ফোটা জল সমুদ্রকে ভিন্নভাবে অনুভব করে।আপনার অনুভবটা আপু ধরতে পারছেন না,এটাই চাপাচাপির কারন।আপনার তো নিশ্চয়ই জীবন নিয়ে কোন না কোন পরিকল্প আছে।সেটা তো আগে তাকে জানতে হবে।আপনাদের ফ্যামিলির ঝামেলাগুলো হয়তো আগামী বছরের মাঝামাঝি নাগাদ একটু স্থিতিশীল হয়ে আসার সম্ভাবনা আছে।এরমধ্যে বিয়ে করতে গেলে আপনারও যে অসুবিধা হবে,সেটাও আপনি তাকে বোঝাতে পারেন।
-হুম,ঠিকই বলেছো।
-আর শোনেন,পাত্র পাওয়া নিয়ে এত হতাশ হবার কিছু নাই।এই মহাবিশ্ব যার বোনা সুতোয় বাধা,তিনি চাইলে উপযুক্ত পাত্র কেবলই সময়ের ব্যাপার।তাকে রাজি করাতে হবে।পাশাপাশি যেহেতু আপনার মনে হয় আপনার যোগ্যতায় কিছু ঘাটতি আছে,আপনার উচিত নিজেকে আরও একটু যোগ্য করে গড়ে তোলা,যেন হবু স্বামী আপনাকে নিয়ে সন্তুষ্ট থাকে।
-তোমার পরামর্শটা সুন্দর।আমার ঘাটতির জায়গাটা নিয়ে আমি সামনে কাজ করবো ইনশাআল্লাহ।
-আপনার সবচেয়ে পজিটিভ দিকটা হচ্ছে নিজের অপূর্ণতা নিয়ে সচেতনতা।মানুষ সাধারনত রুপ/সম্পদ বা শিক্ষাগত যোগ্যতার কারনে নিজেকে ওভারএস্টিমেট করে।হতাশ হবেন না।আপনার মত মেয়ে পাত্র পাবে না,বাংলাদেশে এত আকাল পড়েছে বলে আমি মনে করি না।উদার মনের অনেক ছেলেই আছে।
-হয়েছে।অনেক অনুপ্রেরণা দিয়ে ফেলেছো।বাস্তবতা এরচেয়ে আলাদা।
-আসলে বাস্তবতা ব্যাপারটা মানুষের অভিজ্ঞতার ওপর নির্ভর করে।প্রতিটা গোলাপ যে বাগানে থাকে,সেটার পরিবেশকেই সে মনে করে বাস্তবতা।কিন্তু সেই বাগানটা আসলে পৃথিবীর অনেক বাগানের ভেতর কেবল একটা বাগান।
বাস্তবতা আমাদের অভিজ্ঞতার চেয়ে খারাপ হতে পারে,আবার ভালও হতে পারে।
-হুমমমমম...আচ্ছা,তোমার বইয়ের খবর কি??পরে তো কিছু জানালে না আর।
-খবর নেই,তাই জানাই না।যত কাজ করি,শুধু কাজ বেরোয়।সময় লাগবে।তবে এ মাসের মাঝামাঝি নাগাদ আসবে বলে গার্ডিয়ান ঘোষনা দিয়েছে।আল্লাহ চাইলে হবে ইনশাআল্লাহ,দেরি নিয়ে আফসোস নেই।ভাল জিনিস দেরিতে হলেও ভাল।
-এরপর পরিকল্পনা কি??
-এইতো,দেখি।বই বের হওয়া পেছানোতে অনেক পরিকল্পনায় রদবদল এসেছে।
-আচ্ছা।বের হলে আমাকে কিন্তু অবশ্যই জানাবে।
-আপনাকে না জানিয়ে বই বের করছি না।
-লেখক মানুষের তো আবার মন উড়ু উড়ু স্বভাব,সাবধান।অনেক প্রলোভন আসবে,পা দিও না কিন্তু।তোমাকে কি আর বলবো,আমাদেরই কষ্ট হয়ে যায়,আর তোমাদের তো বয়সই কম।
-ভুল হয়ে যায় মাঝে মাঝেই।শুধরে ফেলতে চেষ্টা করি আর কি।আশা করি বড় রকম কোন ভুল থেকে আল্লাহ আমাকে রক্ষা করবেন।
-বিয়ে করে ফেল।চরিত্র রক্ষার সবচেয়ে সুন্দর উপায় বিয়ে করা।তোমার বাসার অবস্থা জানি।একটু সময় নাও,মাস্টার্স শেষে চাকরি শুরু করো, তারপর দেখেশুনে বিয়ের দিকে আগাও।
-মেয়ে পছন্দ হয় না।অতএব এসব ব্যাপার মাথা থেকে ঝেড়ে ফেলেছি।তাছাড়া লেখালেখির কাজ করে যারা তাদের জন্য একটু অন্যরকম মেয়ে লাগে।
-হুম।নিজে লেখে,বা লেখালেখির প্রতি মায়া আছে,এমন মেয়ে দেখতে হবে।আচ্ছা,ভাল কথা,ফেইসবুকে বইয়ের জন্য কোন কোন গ্রুপ ভাল??
-বইপোকাদের আড্ডাখানা,পাঠশালা,এই দুটো বেশি ভাল।বইয়ের ভুবন নামে আরেকটা ভাল গ্রুপ নতুন খুলেছে,দেখতে পারেন।আপনার সম্ভবত ভাল লাগবে।
তারপর কি হল??
তারপর আম্মু ভাত খেতে ডাকলো।
গুলবাহারের সাথে আমার কথোপকথনটা শেষ করা হল না।

Sort:  

Hello! I find your post valuable for the wafrica community! Thanks for the great post! @wafrica is now following you! ALWAYs follow @wafrica and use the wafrica tag!