ছাত্রজীবন থাকা অবস্থায় বা তা পাড় হবার পর আমরা সকলেই কম বেশি ক্যারিয়ার নিয়ে চিন্তিত থাকি । আমাদের মধ্যে আনেকেই আছেন যারা পরাশুনা শেষ করে বাপের হোটেলে খাচ্ছেন । তাদের কিই বা উপায় ? চাকরির জন্য হন্যে হয়ে ঘুড়েও প্রত্যাশা অনুযায়ি একটা জব পাওয়া যায় না।তাই আমরা সবাই ক্যারিয়ার বেছে নেওয়ার বিষয়ে খুব উদ্বেগ হয়ে পড়ি।
এমন উদ্বেগের কারনে আমরা আমাদের আত্মবিশ্বাস হারিয়ে ফেলি । এর ফলপ্রসূ হিসেবে দেখা যায় আমরা আমাদের ক্যারিয়ারের লক্ষ্য, জীবনের লক্ষ্য, অর্থনৈতিক লক্ষ্য নিয়ে খুব চিন্তিত এবং বিষণ্ণতার মধ্য় দিয়ে জীবনযাপন করি।এসকল বিষণ্ণতার বা ভয়ের মূল কারন হচ্ছে আমাদের কাছে আমাদের লক্ষ্য স্বচ্ছ নয়। যখন আমাদের কাছে আমাদের লক্ষ্য স্বচ্ছ হবে তখন এসকল ভয়ের পাত্তা থাকবে না আমাদের জীবনে । স্বচ্ছ লক্ষ্য নির্ধারণ করার কিছু নির্দিষ্ট এবং জরুরি ধাপ রয়েছে । আজ আমরা সেসকল ধাপ নিয়ে আলোচনা করব।
আমাদের একনম্বর ধাপ হবে জীবনের লক্ষ্য নির্ধারন করা। আপনার জীবনের লক্ষ্য কি? আপনি কি হতে চান ? বিশ, তিরিশ, চল্লিশ বছর পর আপনি নিজেকে কোন স্থানে দেখতে চান সে নির্ধারন করে ফেলুন আজই । আপনি আপনার লক্ষ্য গুলোকে ভাগ করে রাখতে পারেন যেমনঃ ক্যারিয়ারের লক্ষ্য , অর্থনৈতিক লক্ষ্য, শিক্ষা অর্জনের লক্ষ্য , পারিবারিক জীবনের লক্ষ্য ইত্যাদি ।জীবনের বিভিন্ন দিকের লক্ষ্য নির্ধারণের জন্য বিশ্লেষণ করতে হবে।
লক্ষ্য নির্ধারনের সময় নিজের মনকে বেশি প্রাধান্য দিতে হবে, পরিবার বা সমাজ কি চাচ্ছে সেটার দিকে নজর দেওয়া যাবে না।জীবনটা যেহেতু আপনার তাই জীবনের সব মুল্যবান সিদ্ধান্ত গুলো আপনাকেই নিতে হবে। আপনার সিদ্ধান্তের ফল আপনাকেই ভোগ করতে হবে, সেটা ভালো হোক আর খারাপ হোক।
Exactly
This comment has received a 0.26 % upvote from @speedvoter thanks to: @rayhankabirs.
"follow one course until you succeed" sure that's true... Thanks
At the time of setting goals, your mind will have more priority. Thanks Yeap
This post has received a 33.89 % upvote from @boomerang.
@abusereports