জীবন চক্র
■সুলতান সালেহ ■
এসেছিলে যবে তুমি এসবে
কাঁদায়ে তোমায় হেসেছিল সবে ,
পিতা-মাতা সবে কত সুখের রবে
তোমার আগমন ।
সব ক্লেশ ভুলে মা নিল কোলে
কপালে দিয়া চুম,
তোমার লাগি কতকাল
ছেড়ে দিল ঘুম ।
শৈশব তোমার গেল কত সুখে
কৈশোর আগমন ।
দুঃখ-সুখে যাবে কৈশোর
যৌবন কর্মে ,
জীবনের মানে হবে অনুভব
প্রতি মর্মে মর্মে ।
দেহ তোমার বৃদ্ধ হলে
দিন - কাল - মাস সবই যবে চলে
দুর সীমান্ত ।
বাঁচিবার স্বাদ ফুরিয়ে এলে
পরকালের জ্ঞান মিলে,
জীবনের অন্ত ।
কি করিলে জীবন সারা
হবে তুমি আজ বিশ্ব হারা ,
মরণ আগমন ।
আসিছ ভবে যাইতে হবে
নাইকো কোন লেশ,
দুঃখ ভুলে মজবুত হও
ছেড়ে দিয়ে ক্লেশ ।
পুণ্য তুমি কর ভুবন
চলে যাওয়ার আগে জীবন ,
সব হারিয়ে না হয় যেন
অন্ধকারে তোমার পতন ।
কীর্তি যেন রাখে স্মরণ
এমন জীবন কর গঠন ,
বিদায় থাকিও সুখী
কাঁদায়ে সকল ।