At present all the people of the world are suffering from some kind of illness. There are very few people who are completely healthy. Due to climate change, excessive use of chemical fertilizers, use of pesticides, adulteration of food items, etc., people are afflicted with various diseases.
বর্তমানে পৃথিবীর সব মানুষই কোনো না কোনোভাবে অসুস্থতায় ভুগছে।খুব কম মানুষই আছে যারা পুরোপুরি সুস্থ । জলবায়ুর পরিবর্তন, অতিরিক্ত মাত্রায় রাসায়নিক সার,কীটনাশক ব্যবহার, খাদ্য দ্রব্যে ভেজাল ইত্যাদি কারণে মানুষ নানান ধরনের রোগে জর্জরিত।
My mother had been suffering from abdominal pain for some time and had been bleeding for more than a month. Under normal circumstances, when there was no recovery even after taking the medicine, he was shown to a specialist gynecologist after undergoing several clinical tests and finding a tumor in the uterus. The doctor said to take him to Kushtia Sadar Hospital. We admitted him to Kushtia Sadar Hospital on the 13th.
আমার মা কিছুদিন যাবৎ পেটের ব্যাথায় ভুগছিল এবং প্রায় এক মাসের বেশি সময় ধরে তার রক্তক্ষরণ হচ্ছিল। সাধারণ অবস্থায় ডাক্তার দেখিয়ে ওষধ খেয়েও যখন কোনো উন্মতি হচ্ছিল না তখন তাকে এক বিশেষজ্ঞ গাইনি ডাক্তার দেখানো হয় সেখানে বেশ কিছু ক্লিনিক্যাল টেস্ট করার পর জরায়ুতে টিউমার ধরা পরে। ওই ডাক্তার কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়ার জন্যে বলেন।আমরা তাকে গত ১৩ তারিখ কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করায়।
My mother's hemoglobin level dropped to 4 grams, so the doctor told me to increase the amount of hemoglobin with 3 bags of blood for a while and then test again to give the blood according to the amount of hemoglobin. First we need to give 3 bags of blood with 3 bags and we are able to get them.
আমার মায়ের হিমোগ্লোবিনের পরিমাণ ৪ গ্রামে নেমে গিয়েছিল তাই ডাক্তার বলেছিলো আপাতত ৩ ব্যাগ ব্লাড দিয়ে হিমোগ্লোবিনের পরিমাণটা কিছুটা বাড়াতে তারপর আবার টেস্ট করে কি পরিমাণ হিমোগ্লোবিনের পরিমান বাড়ে সে অনুযায়ী ব্লাড দিতে। প্রথমে ৩ ব্যাগ দিয়ে আবার ৩ ব্যাগ ব্লাড দেওয়ার প্রয়োজন পড়ে এবং আমরা সেগুলো যোগার করতে সক্ষম হয়।।
By the grace of God, my mother is much better now. She was first asked to have an operation for her tumor, but we were released only with medicine. The doctor asked to see an ultrasonogram after 3 months.
আল্লাহর অশেষ রহমতে মা এখন অনেকটাই ভালো।তার টিউমারের জন্যে প্রথমে অপারেশনের জন্যে বলা হলেও পড়ে শুধু ওষধ দিয়েই আমাদের রিলিজ দেওয়া হয়। ডাক্তার ৩ মাস পর আল্ট্রাসনোগ্রাম করে দেখা করতে বলেছে।
Most women today suffer from gynecological problems more than other problems. Since Bengali women are very shy, they usually do not want to tell anyone about their personal physical problems until their illness goes to a very serious stage.
এখনকার বেশিরভাগ মহিলা অন্যান্য সমস্যার থেকে গাইনি সমস্যাই বেশি ভোগে। যেহেতু বাঙালি নারীরা খুব বেশিই লজ্জাটে তাই তাদের ব্যাক্তিগত শারীরিক কোনো সমস্যার কথা তারা সচারাচর কাউকেই বলতে চাইনা যতক্ষণ না তাদের অসুস্থতা অনেক মারাত্মক পর্যায় চলে যায়।
So talk openly with your mother and sisters. Learn about their physical and mental condition. Take necessary steps before the situation gets out of hand.
তাই মা বোনদের সাথে খোলাখুলি কথা বলুন।তাদের শারীরিক মানসিক অবস্থা সম্পর্কে জানুন।পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন।