ইফতারের সময় যখন রোজাদার ব্যক্তি আজানের অপেক্ষা করে। তখন আল্লাহ তায়ালা শয়তানকে ডেকে বলেন,দেখো আমার বান্দা যাকে তুমি নাফরমান বলেছো,তার কানে যতকান পযন্ত আমার নাম না পৌছাবে ততোক্ষণ সে এক লোকমা খাবার মুখে দেবেনা। টিক এই সময় আমার বান্দা যদি আমার কাছে কিছু চায় তাহলে আমি তা অবশ্যয় পূরন করবো। সুবাহানআল্লাহ!!মন থেকে যতোপারো ততো বার্তা করো আর যদি সময় না তাকে তাহলে অন্ততো একজন কে পাঠাও!!
ইসলাম হলো শান্তির বানী।