"কলেজ লাইফ এর কিসু কথা ডায়রী তেকে শেয়ার করলাম ...৷৷৷
আজ ০২.০৮.০৮ ৷ আমার কলেজ জীবন এর যাত্রা শুরু করলাম ৷খুব ভোরে গুম তাকে উটলাম ৷গুম তাকে উটার পর মনে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম ৷ নাস্তা করলাম কলেজ এর হোস্টেলে ৷ সে ছিল নতুন এক পরিবেশ ৷তারপর রওনা হলাম কলেজ আর দিকে ৷ আমার সাতে ছিল সালেহ এবং থিং ৷ যারা ছিল আমার CRSC আর ফ্রেন্ড ৷যখনই কলেজ এ পা রাকলম তকনই দেকতে পাইলাম এক রাশ নিয়ম নীতি ৷যাইহোক কলেজ ভবনের ভিতরে প্রবেশ করলাম এবং ক্লাস খোঁজে ৫ তলায় গেলাম ৷ক্লাসে বসার পর ফ্রেন্ডরাও আসতে শুরু করলো ৷তারপর ক্লাস আর সময় যকন হলো ,একজন পদার্থবিজ্ঞানের টিচার আসে ৷উনি আমাদের সাতে পরিচিত হতে না হতেই এক বিশাল উপহার চলে আসে আমাদের হাতে ৷ যা পাবার জন্য মানুষ পাগলপারা হওয়া যাই ৷আর তা হলো গোলাপ ফুল ৷তারপর পযায়ক্রমে এক এক বিভাগের টিচার আসতে লাগলো এবং আমাদের সাতে পরিচিত হতে লাগলো ৷ বেশ ভলো লাগসিলো ৷ কারণ অধ্যাপকরা অনেক ভাবে আমাদেরকে উত্সাহিত করছিলো ৷উনাদের কথা শুনে মনে হছিল ভলো একটা ফলাফল করতে পারবো ৷সবাই নতুন বন্ধু কিন্ত কাউকে চিনিনা ৷ আস্তে আস্তে সবার সাতে পরিচিত হতে লাগলাম ৷ বেশ ভলোই লাগসিলো সব নতুন বন্ধুদের সাতে পরিচিত হতে পেরে ৷যাইহোক নিজেকে একজন কলেজ স্টুডেন্ট ভাবতেই ভলো লাগছে ৷ আর জন্য আমি মহান আল্লাহ এর কাছে শুকরিয়া জানায় ৷যিনি আজ আমাকে একজন কলেজ আর স্টুডেন্ট হিসাবে পড়ার সুযোগ করে দিয়াছেন ৷এর পর আমি সরণ করসি আমার মা-বাবা ,যার জন্য আমি আজ একজন কলেজ আর স্টুডেন্ট ৷আজকে এই দিনে আমার একটা চাওয়া আর তা হছে আমি যাতে একটা ভলো ফলাফল করে এই কলেজ জীবন তা সেস করতে পারি ৷ এর জন্য আমি মহান আল্লাহর কাছে সাহায্য প্রাথনা করছি ৷"
Think after the college life.
I wrote this in 2008 when i was studying College Now i've completed my degree with major BEng in Mechatronic Engineering. Keep me in your prayers.