শুরুতেই জনাচ্ছি সবাইকে নমষ্কার ও আদাব ৷ আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন ৷ আমি ও ইশ্বরের কৃপায় অনেক ভালো আছি ৷ আজকে শীতকালীন প্রতিযোগীতার কিছু শীতকালীন ছবি আমি আপনাদের মাঝে শেয়ার করবো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ৷
সাধারনত শীতকালীন সময় প্রতি বছরে আসে যায় ৷ কিন্তু শীতকালীন সময়ে প্রতি বছরে কিছু না কিছু স্মৃতি রয়েই যায় কিছু কিছু মানুষের জীবনে ৷ কেউ আনন্দ করতে পারে আবার কেউ কেউ পারে না ৷ আসলেই আমরা যদি একটু বেশী না একটু শুধু অনুভব করতে পারি তাহলেই আমরা বুঝতে পারবো আমাদের পৃথিবী টা কতটা সুন্দর হতে পারে ৷ কিন্তু আমরা বুঝতে চাই না ৷ মনে করেন শীতের সময় অনেক কিছু প্রাকৃতিক সৌন্দয্য ধারন করে হয়তো কেউ উপভোগ করতে পারে আবার কেউ চেয়েও পারে না ৷ সাধারনত একটি শীতের সকাল অনেক সুন্দর হয়ে থাকে ৷ গ্রাম বাংলার শীতের সময় প্রাকৃতিক সৌন্দয্য টা আসলেই অনেক সুন্দর যদি আমরা তা উপভোগ করতে পারি ৷ তাই আজকে আমি আমার গ্রামের কিছু শীতকালীন ছবি বা প্রাকৃতিক সৌন্দয্য ময় কিছু তুলে ধরবো ৷
আমি যখন সকালে ঘুম থেকে উঠি তখন বাজে ৬.৩৫ মিনিট ৷ তারপর আমি ফ্রেশ হয়ে রাস্তায় বের হইলাম কিছু শীতকালীন প্রাকৃতিক সৌন্দয্য তুলে ধরবো বলে ৷ তবে আজকের দিনে অনেক কুয়াশা ভরা শীত এবং হালকা বাতাস ও ছিল ৷ বেশ দারুন ঠান্ডা লাগতেছিল ৷তারপর আমি আমার ভালো লাগা কিছু শীতকালীন প্রাকৃতিক ছবি মোবাইল ফটোগ্রাফি করে থাকি ৷ যা আসলে সাধারনত শীতকাল সময়ে হয়ে থাকে ৷ তবে আজকে অনেক শীত ছিল আর এই শীতে সকাল বেলায় কাছের জিনিস ও ঠিকমত দেখতে পাওয়া যায় না ৷ রাস্তার যে একটা লোহার ব্রীজ রয়েছে সেটিও পরিষ্কার ভাবে দেখা যায় না ৷ যেটা প্রতিবছর এ ঘটে থাকে শীতের সময় ৷ আর এই শীতের সকালে অনেক ছেলে মেয়ে রাস্তায় বের হইলেই দেখা যায় তারা এই শীতের সকালে প্রাইভেট পড়ার জন্য যায় এরকম অনেক ছেলে মেয়ে রাস্তায় দেখতে পাওয়া যায়
শীতের কারনে দেখা যাচ্ছে ছোট ছোট জলের বিন্দু সৃষ্টি হয়েছে ৷ যেগুলা প্রায় মাঝরাত থেকে আসতে আসতে শিশীরের ভেজার মত হয় আর জলের বিন্দু গুলা আসতে আসতে গড়িয়ে পড়ে ৷ তারপর দেখা যায় শীতের শিশীরে ভেজা কুয়াশায় গাছের পাতা গুলায় মাঁকাড়সা জালের মত সৃষ্টি হয়ে থাকে ৷ আসলে একটা দেখার মত জিনিস যদি আমরা তা অনুভব করতে পারি ৷ কিন্তু আমরা নিজের ব্যস্তাতায় এই ধরনের জিনিস গুলো আমরা অনুভব এবং লক্ষ্য করে থাকি না ৷ আমরা সহজেই ভেবে নেই এগুলা অতি সাধারন জিনিস ৷ তবে এগুলার মাঝেই যে কতটা সৌন্দয্য লুকিয়ে থাকে সেটা কেউ অনুভব করতে চায় না ৷ আমাদের এই প্রকৃতিক সৌন্দয্য গুলা আমাদের হাতের কাছে থেকেও আমরা উপভোগ করতে পারি না শুধু কিছু ব্যস্ততার কারনে আবার কেউ কেউ রয়েছে অলসে ৷ তবে আমি যেটা মনে করি আমাদের এগুলা অনুভব এবং উপভোগ করা উচিত ৷
For the best experience view this post on Liketu