![IMG_20181021_154757_356.jpg](https://images.hive.blog/768x0/https://cdn.steemitimages.com/DQmNiStNAmsk7sN69jsXZThPsfkHX97hVuPtXbwt1uPQtxp/IMG_20181021_154757_356.jpg)
আশা করি অনেক ভালো আছো এবং সুখী আছো। আমিও অনেক ভালো আছি এবং অনেক সুখী আছি। আমিও সুখী এই পৃথিবীতে কেউ নেই। তুমি আমার মনে মনে পারলে রাতে আমি ঘুমাতে পারি না কেনো তুমিও তাই করছো কেনো আমজীবনেতুমিসেচেছিলে আবার পাখীর মতো উরাল দিয়ে ভলে গিয়েছিল। কেনো কেন এম এম কলে। আমার স্বপ্নগঠিত মনটাকে ভেঙ্গেচুরে দেলে। এইটা করার দরকার ছিল না প্রিয়া। দোয়া করি তুমি সুখী থাকো।