লেখালেখি করার খুব ইচ্ছে আমার ,কিন্তু এক লেখকের বাণীর মত 'এক পৃথিবী লিখব বলে একটি খাতাও শেষ করিনি' এমন হয়ে গেছি প্রায়, লেখক হতে আগে আমাকে ভাল পাঠক হতে হবে।
শব্দ শিখতে হবে ভাষার গঠন শিখতে হবে,মানুষকে মুগ্ধ করার জন্য সৃষ্টিশীল হতে হবে ,এই সব বিষয়ে উন্নতি করার জন্য কি কোন লেখক,কোন কিছু লিখে গেছেন,আমি কোন বই টা পড়তে পারি এমন সম্পর্কিত ??