জোয়ার শেষে ভাটা হয় ,সুখের জন্য বাতাস বয়।মরুর বুকে পাহাড় যেমন,সবুজের জন্য বৃষ্টি তেমন।কখনো উত্থান কখনো পতন ,দুয়ে মিলে একটি জীবন.এই জীবন চলার পথে কতনা সংগ্রামের মুখোমুখি হতে হয়,কখনো জয় আবার কখনো নিশ্চিত পরাজয়। যান্ত্রিক ভুবনে শত ব্যস্ততার মাঝেও একটু সময় পেলেই এদের কাছে এসে বসে থাকি ,মনচায় সারাক্ষন হৃদয়ে আঁকড়ে রাখি।আমার আঙিনা ভরিয়ে রাখে মৌ মৌ গন্ধে, নানান রুপে ফোঁটে কতনা ছন্দে।সত্যিই যারা নিয়েছে একবার এদের সুঘ্রাণ তারাই বুঝে এদের নেশা ভরা মায়ার টান।
( ফুলের নাম হায়াসিন্থ)
yah..
u say right.
i also like it.