এরাও মানুষ!

in #love6 years ago (edited)

এরা টোকাই, এরাও মানুষ! ওদের মাঝে ভালোবাসা অনেক।

D6873128 (1).jpg

মানুষের মৌলিক অধিকার পাঁচটি খাদ্য , বস্ত্র , বাসস্থান , চিকিৎসা এবং শিক্ষা । প্রথমত আমাদের বাঁচার জন্য খাদ্য লাগবে এরপর লজ্জা নিবারণের জন্য বস্ত্র ,থাকার জন্য বাসস্থান আর রোগ প্রতিরোধের জন্য চিকিৎসা । এই চারটি পূরণ হয়ে গেলে আমরা শিক্ষা নিয়ে চিন্তা করি । আজ ওরা কি এই সুবিধাগুলো পাচ্ছে? না পাচ্ছেনা!

D656789.jpg

যে বয়সে খেলাধুলা করার কথা, সে বয়সে ওরা দু'বেলা দুই মুঠো খাবারের জন্য পরিশ্রম করে। আমরা কি পারিনা এই চিত্রটা পাল্টে দিতে?

D6873128 (6).jpg

আমাদের শিশুদের হাতে মাদক দেখতে কারোই নিশ্চয় ভালো লাগবে না। তাহলে এই শিশুরাওতো আমাদের সন্তান, এরা আজ মাদকাসক্ত হয়ে পড়ছে। এদের বাচাঁতে আসুন আমরা সকলে এগিয়ে আসি।

D6873128 (5).jpg

এদেরও সখ আছে! এরাও চায় আমাদের সন্তানদের মত হাঁসতে খেলতে।

D6873128 (8).jpg

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য.. একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু--------

D6873128 (3).jpg

আসুন বন্ধুরা আমরা যার যার অবস্থান থেকে এদের পাশে দাঁড়াই। এদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেই----

Sort:  

সুন্দরভাবে সমাজের অবহেলিত শিশুদের কথা তুলে ধরেছেন। আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে।

ধন্যবাদ ভাইয়া