দেখে নেই বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় রা ফুটবলে কাদের সমর্থন করেন। এবং তাদের প্রিয় ফুটবলার কে? :
,
#সাকিব আল হাসান একজন ডাই হার্ড মেসি এবং বার্সা ফ্যান। বিশ্বকাপে তার প্রিয় দল আর্জেন্টিনা। " তিনি ২০০৭ সাল থেকে নিয়মিত বার্সা এবং আর্জেন্টিনার খেলা দেখেন।"
,
#মুশফিকুর রহিমও ডাই হার্ড বার্সা ফ্যান। মেসি তার প্রিয় ফুটবলার। তিনি আর্জেন্টিনা সাপোর্ট করেন বিশ্বকাপের সময়। কয়েকদিন আগেই ক্যাম্প ন্যু তে ঘুরে আসলেন মুশি। তার স্বপ্ন তিনি মেসির সাথে একদিন ছবি তুলবেন।
,
#মাশরাফি বিন মর্তুজাও ডাই হার্ড বার্সা এবং আর্জেন্টাইন ফ্যান। বিশ্বকাপে তিনি প্রথম আলোতে আর্জেন্টিনাকে নিয়ে প্রতিবেদন লেখেন। তারও প্রিয় খেলোয়াড় লিওনেল মেসি।
,
#মাহমুদুল্লাহ রিয়াদও আরেক বার্সা ও আর্জেন্টাইন সমার্থক। গতবছর তিনি ময়মনসিংহ জেলায় আর্জেন্টিনার ম্যাচ বড় পর্দায় দেখিয়েছন।
,
#জাহিদ হাসান এমিলিও বার্সা এবং আর্জেন্টাইন ভক্ত। তিনি কখনোও মেসির খেলা বাদ দেন না।
,
সাবেক জাতীয় ফুটবলার #সালাহউদ্দিন আর্জেন্টাইন সমার্থক।তার প্রিয় ফুটবলার মেসি। ২০১১ সালে মেসি যখন বাংলাদেশে এসেছিলো তখন তিনি নিজের কাছে মেসির পায়ের চাপ সংগ্রহে রাখেন। তিনি বলেছেন ভবিষ্যৎ এ যদি বার্সা টিম ইন্দিয়া তে প্রীতি ম্যাচ খেলতে আসেন তবে তিনি বার্সা টিমকে বাংলাদেশে আনবেন।
,
এছাড়া মুস্তাফিজুর রহমান, আব্দুর রাজ্জাক এনারা মেসি এবং বার্সার ভক্ত।
Sort: Trending