তোমাকে নিয়ে লিখবো,এমন শব্দ আমার শব্দ ভান্ডারে নেই।
তবুও লিখতে বসেছি কারণ আজ যে তোমার জন্মদিন।
তুমি সৌভাগ্য আমার, কেনো বললাম জানো?
তুমি আমার গর্ভে ছিলে উনচল্লিশ সপ্তাহ পাঁচদিন,
যা ছিলো আমার জীবনের শ্রেষ্ঠ সময়।
হাঁচি_কাশি কিংবা মাথা ব্যথা সমস্ত শারীরিক জটিলতা,
যেনো আমাকে দিয়েছিলো নিঃশর্ত মুক্তি।
তুমি অদ্ভুত ক্ষমতা অধিকারী,কেনো বললাম জানো?যে ক্যারিয়ার গড়বো বলে আমার জীবনের পঁচিশ বছর ইনভেস্ট করেছি,
তা পদদলিত করে চব্বিশ ঘণ্টার গৃহিণী হওয়ার আগে,
একবার বিবেচনা করার প্রয়োজন বোধ করিনি।তোমার কণ্ঠে জাদু আছে,কেনো বললাম জানো?তোমার আদো আদো কণ্ঠে অর্থহীন শব্দের সে রেকর্ড,
হাজার বার শুনেও অতৃপ্ত হইনি আমি।
তুমি অপরূপ রূপবতী, কেনো বললাম জানো?
চব্বিশ ঘন্টা তোমাকে দেখেও যেনো মন ভরে না আমার,
আবার মোবাইলে থাকা তোমার ভিডিও দেখি বার বার।
তুমি মায়াবতী মায়ার এমন জাল বিছিয়েছো, অসীম মায়ায় আটকে গেছি আমি।
তুমি অনন্যা,তুমি অপস্বরী,তুমি ঋতুরাজ,তুমি সবার চেয়ে শ্রেষ্ঠা।
তুমি আমার জীবন নৌকার পরিপূর্ণ পৃষ্ঠা ।
Sort: Trending