Romantic Love Story

in #love7 years ago


মোবাইলটা বাজতেই টেবিলের
উপর থেকে তুলে নিলো সায়মা।
রনির বন্ধু ফোন করেছে।
‘হ্যালো সাইদ ভাই বলেন।’ ‘ভাবি কেমন আছেন?’
‘এই তো।
আমাদের আর থাকা।’
একটা দীর্ঘশ্বাস গোপন করল
সায়মা।
‘আপনারা এইসব কি শুরু করলেন?
বিয়ে হল এখনো সাত মাসও হল না। কথায় কথায় ঝগড়া।
তার উপর
আপনি এখন বাসা ছেড়ে বাবার
বাড়িতে। কোন মানে হয়?’
‘ঝগড়া কি আর একা করা যায়?’
‘তা ঠিক আছে। ঐ
রনি হারামজাদাটার দোষ আছে। তারপরেও নিজেরা
সলভ
করে নিলে ভাল হত না?’
‘সলভ হয়নি বলেই
না আমি চলে আসলাম।’
‘এখন রনির নাকি খুব খারাপ
লাগছে। ও নাকি খুব Guilty ফিল করতেছে।’ ‘ Guilty
ফিল
করছে নিজ
মুখে বলছে না কেন?’
‘না মানে, বুঝেন না? Uneasy
ফিল করতেছে।’
‘এই সব তো ওর পুরনো অভ্যাস। ঝগড়া করার সময়
ষাঁড়ের মত
চেঁচাবে। পরে guilty ফিলের
নাটক। এই নাটক আর ভাল
লাগতেছে না ভাই। ওরে বলবেন
যেন নিজ মুখে বলে। উকিল যেন
না ধরে।’ ‘ওকে ওকে।’ ‘কে ফোন দিছে?’ পাশ
থেকে রেহমা বলল। সে সায়মার
ছোট বোন।
‘আর কে? ওর বন্ধু, সাইদ ভাই।
উকিল দিয়ে রাগ ভাঙ্গাচ্ছে।’
‘হা হা। দুলাভাই কি সুইট!’ ‘এখানে সুইটের কি হল?’
‘এই
যে তোমাকে ছাড়া থাকতে পারছে না।
বন্ধুকে দিয়ে ফোন করাচ্ছে।’
‘সুইট না। ঘোড়ার ডিম। নাটক
করতে ওস্তাদ। বিরাট অভিনেতা।’
শুনে হো হো করে হেসে ফেলল
রেহমা।
রাত ১২টা। সায়মা শুয়ে ছিল। আর
রেহমা পড়ছে। সামনে তার
পরীক্ষা। হঠাৎ জানালা দিয়ে কি একটা দেখে চেঁচিয়ে উঠলো।
‘আপু দেখে যাও।’ ‘কি?’
‘আরে আসো না।’
বিছানা থেকে উঠে এল সায়মা।
‘কি?’
‘ঐ দেখো দুলাভাই না?’ সায়মা জানালা দিয়ে রাস্তায়
তাকাল। একটা ছেলে মাথা নিচু
করে হাঁটছে।
‘আরে তাই তো। দেখি তুই ফোন
দে।’
ফোন করল রেহমা। দুজনেরই চোখ রাস্তায়।
দেখল ঐ ছেলেটা ফোন
ধরেছে।
‘হ্যালো দুলাভাই আপনি কোথায়?’
‘এই তো বাসায়। কেন?’
‘ফুটপথে বাসা নিলেন
কবে থেকে?’ ‘না মানে........... .......’ ‘আবার
দেখি মাথা চুলকাচ্ছেন।’
হেসে বলল রেহমা।
‘না এদিকে একটা ফ্রেন্ড এর
বাসায় আসছিলাম। ভাবলাম
তোমাকে দেখে যাই। আবার এত
রাত। তাই.........।’ ‘ও আচ্ছা। আমাকে দেখতে
আসছেন।
ভাল ভাল।
তো বাসায়
এসে দেখেন। নাকি সাথে দূরবীন
নিয়ে আসছেন?’
‘না থাক এত রাতে।
আব্বা আম্মা কি মনে করে।’ ‘আরে আসেন
আসেন। এক কাজ করেন
ছাদে চলে যান।
আমি আপুকে পাঠাই দিব।
সকালে আম্মু উঠলে বলব
আপনি সকালেই আসছেন।
‘কি নির্লজ্জ দেখলি? এত রাতে বাসায় চলে আসছে।’
সায়মা বলল।
‘আপু তুমি না। নির্লজ্জ কই?
তোমাকে কি ভালবাসে। আর
তানভীরটা ঝগড়া করলে সরিই
বলতে চায় না।’ বলেই জিভে কামড় দিল রেহমা।
কিন্তু ততক্ষণে বুলেট বের
হয়ে গেছে। শুনে ফেলল সায়মা।
‘তানভীর কে রে?’
‘এই তো আমার একটা বন্ধু।’
আমতা আমতা করল রেহমা। ‘বন্ধু মানে? দাঁড়া ঐ
ব্যাপারে পরে কথা হবে।’ এই
বলে ছাদে রওনা হল সায়মা।
সায়মাকে দেখেই মোবাইল
টেপাটেপি শুরু করল রনি।
‘কি ব্যাপার এত রাতে এদিকে কোথায় এসেছ?’
সামনে এসে সায়মা বলল। ‘এই
তো রায়হানদের বাসায়।’
‘রায়হান ভাইয়ের
বাসা তো জানতাম মগবাজার।’
‘না মানে ঐ.............. .’ মাথা চুলকাল রনি।
মনে মনে হেসে ফেলল সায়মা।
বেচারা! মিথ্যাটাও ঠিক মত
বলতে পারে না।
‘এত রাতে যে রাস্তা ঘাটে টহল
দিচ্ছিলে কোন বিপদ টিপদ হলে কি হত?’ গলার
রাগী ভাবটা বজায় রাখল
সায়মা।
‘কি হত আর? আমার
জন্যে চিন্তা করবে কে?’ উদাস
গলায় বলল রনি। ‘দার্শনিকদের মত কথা বলার
চেষ্টা করছ মনে হচ্ছে?
আম্মা উঠে দেখলে কি ভাববে?
জামাই রাত ১২টায় চলে এসেছে।’
‘সমস্যা কি?
আম্মাকে বলবে আমাকে ডাক্তার রাত ১২ টার পর
হাটতে বলেছে।’
অনেক কষ্টে হাসি চেপে রাখল
সায়মা।
‘হাসি চেপে রাখলে নাকি হার্টে
ক্ষতি।’ সুফি সাধকের ভাব
নিয়ে বলল রনি। ‘ডাক্তারি করতে আসছ না?’ রনির
হাতের উপর কিল বসাল সায়মা।
‘উফফফ!! কি জোররে বাবা। বাবার
বাড়িতে এসে জিমে ভর্তি হইলা নাকি
‘জোকারের মত কথা বলবা না। আর
ঝগড়া করবা নাকি বল?’ ‘আরে ধুর। আমি ঝগড়া করি নাকি?
এটা তো জাস্ট একটা মসলা।
মাঝে মাঝে ঝগড়া না হইলে সম্পর্ক
শক্ত হয় না। শোন নাই? বিখ্যাত
মনীষী এরিস্টটল বলেছেন.........
......।’ কথা শেষ করল না রনি। সায়মার আরেকটা কিল
খাওয়ার
চান্স দেখে।
ততক্ষণে আকাশে চমৎকার
একটা চাঁদ উঠেছে। পূর্ণ তালার
মত চাঁদ। শুধু রনি আর সায়মার
জন্যে সে চাঁদ অনেক খানি নিচে নেমে

(Image not shown due to low ratings)

Images were hidden due to low ratings.
Sort:  


Your post "Romantic Love Story" hast just been resteemed !!!.🙂🙂🙂
You have Earned this service by following me.



Congratulations @shila,😄😄😄 If you want's to stop me, Please Unfollow @tow-heed🙃🙃🙃

very nice your photo. i like.

This post has received a 0.70 % upvote from @drotto thanks to: @shila.


You want higher upvotes?This post has been upvoted by @nanobot with 15.3%!

Vote for my creator @isnochys as witness!

Did you know, that you can make some profit with your witness vote?
1 SP, 5 SP, 10 SP, custom amount
this description! More profits? 100% Payout! Delegate some SteemPower to @nanobot: You like to bet and win 20x your bid? Have a look at @gtw and


You want higher upvotes?This post has been upvoted by @millibot with 9.0%!

Vote for my creator @isnochys as witness!

Did you know, that you can make some profit with your witness vote?
1 SP, 5 SP, 10 SP, custom amount
this description! More profits? 100% Payout! Delegate some SteemPower to @millibot: You like to bet and win 20x your bid? Have a look at @gtw and


You want higher upvotes?This post has been upvoted by @minibot with 19.9%!

Vote for my creator @isnochys as witness!

Did you know, that you can make some profit with your witness vote?
1 SP, 5 SP, 10 SP, custom amount
this description! More profits? 100% Payout! Delegate some SteemPower to @minibot: You like to bet and win 20x your bid? Have a look at @gtw and