আমি (!) আমার স্বত্তা,
আমার অস্তিত্ব
আমার বুদ্ধি
আমার আপনজন
আমার কাছের মানুষ
আমার ভালোবাসা
আমার নিজেস্বতা
সবকিছুই এখন পর মনে হয়...
জাগতিক, স্বভাবসুলভ প্রাত্যহিক অভ্যেসগুলো
যখন অন্যের দ্বারা নিয়ন্ত্রিত, প্রভাবিত
তখন নিজেকে আমার কাছে পর মনে হয়।
ঠিক তখন-ই আমি আমার থেকে দূরে সরে যাই
স্বত্তা যখন শরীর থেকে নির্বাসিত
তখন আর কী আসে যায় শারীরিক বাঁচা-মরার।।
==0==
চালিয়ে যান ভাল হয়েছে ।