মায়াপুর ভারতবর্ষের পশ্চিমবঙগ রাজ্যের নদীয়া জেলায় অবস্থিত একটি গ্রাম। সনাতন ধর্মে পোচারক চৈতন্য মহাপ্রভুর জন্ম স্থানের জন্য বিখ্যাত। ইসকন মন্দির দর্শন করতে সারাবছর দেশ বিদেশ অনেক ধর্মাবলি মানুষ এই মায়াপুরে আসেন। এই মায়াপুরের ইসকন মন্দিরে যেসব সেবক আছেন তারা বেশিরভাগই ইউরোপ ও আমিরিকার থেকে এসে হিন্দু ধর্ম গহন করেছেন। এইখানে ধর্মাবলি মানুষদের জন্য থাকা খাওয়ার সবরকম সুবিধা আছে। মায়াপুরের ইসকন মন্দিরে কোনো জাতি ধর্ম ভেদাভেদ নেই সব ধর্মের মানুষ এখানে আসে। এখানে কিছু দর্শনীয় স্থান আছে এই স্থানগুলি একবার দেখলে মন ভরে যায় স্থানগুলি যেমন চৈতন্য মহাপ্রভুর জন্ম স্থান, বললাল সেনের ঢিবি, নিমাইয়ের মাসির বাড়ি,চাঁদ কাজের সমাধি ,বিষনু পিয়ার ঘাট,গৌরমঠ ও আরো অনেক দর্শনীয় স্থান আছে। পর্যটকদের ঘুরে বেড়ানোর মনোরম পরিবেশ এই মায়াপুর।
BAPOK SUNDOR HOACHA BLOG TI ABAR MONA HOCHHA AK BAR MIAPUR A JATAI HOBA