নীতিকথা বলার মত সমাজে অভাব নাই
আমাদের সমাজে সবাই নীতি কথা বলতে জানে আর কিছু জানুক বা না জানুক সবাই একই রকমের । আবার নীতি কথা গুলো ডান কান দিয়া শোনে বাম কান দিয়া বের করে দেই । নীতি কথা শুনতে শুনতে মানুষে অভ্যাস হইয়া গেছে । সমাজে যারা নীতি কথা বলে ওরা সমাজে অনৈতিক কাজ কর্ম করে। সবাই সবারকে উপদেশ দেই ।কিন্তু এই উপদেশ শুধু শোনে ।উপদেশ অনুযায়ী কোন কাজ করে না। এটা মানুষের খুব খারাপ অভ্যাস । আর আমাদের সমাজে সবাই নেতা । যদি কেউ একবার মাইকে মুখ লাগাতে পারে তাহলে সে আর মাইক সাড়তে চাই না। সবাই নিতি কথার মানুষ । আবার সবাই ক্ষমতা ধর বাক্তি । নিজের স্বার্থ হাছিলের জন্য অনেকে অনেক কথা বলে। কিন্তু তার কাজ শেষ হইয়া গেলে সে আর সমাজের মানুষকে কোন কাজে আসে না।
অনেকে সমাজের বুকে প্রভাব দেখানোর জন্য এবং সমাজে সুনাম অর্জন করার জন্য অনেক কিছু বলে থাকে । সমাজের উন্নতির জন্য অনেক কথা বলে থাকে কিন্তু সেটা শুধু নিতি কথার ভিতরে পড়ে । এই কথা দ্বারা সমাজে কোন কাজে আসে না। ওরা শুধু নিজের স্বার্থের জন্য সমাজে কথা বলে। আজ এই করেছি কাল এই কাজ করবো । মানুষকে এই দিয়াছি। মানুষের জন্য এত কষ্ট করবো । সমাজ অনেক উন্নতি করবো এবং ইত্যাদি কথা বলে । এই গুলো শুধু মুখেই বলে। আর যে কাজ টুকু করে এইগুলো মানুষ দেখানো । তাছারা কিছুই নই । আমাদের গ্রামে অনেক নেতা এবং অনেক নিতি কথা বলার লোক আছে। সমাজে কোন অনুষ্ঠান হলে মাইকে কথা বলার মত লোকের অভাব হয় না। সবাই এই এর থেকে দূরে থাকুন । কোন কিছু করতে হলে নিতি কথা প্রয়োজন হয় না। তবে দরকার আছে । কিন্তু সুনাম করার জন্য এর থেকে দূরে থাকুন। কিন্তু সমাজে যারা এই ভাল উপদেশ দেই তাদের মূল্য নষ্ট হইয়া গেছে সমাজের কিছু ফাউ মানুষের জন্য।
সবাইকে অনেক ধন্যবাদ
আমি আপনার সাথে একমত... কারণ বর্মান যুগে সবাই নিজে সার্থ খোজে...নিজের সার্থের জন্য ওরা সব করে.... সমাজকে ওরা নিতি কোথা বলে সমাজ কে ছোট করে ফেলে...এদের জন্যই সমাজ উন্নত হচ্ছে না....আপনার কথা গুলা আসলেই অনেক সুন্দদর.....
চমৎকার লিখেছেন ভাই। নীতিকথা বলতে মানুষ খুবই পছন্দ করে যদিও সে নিজে ঠিকমত পালন করে না। আর নেতাদের কথা কি বলল মিথ্যার বন্যায় ভাসিয়ে দেয় এই করব সেই করব বলে বাস্তবতাতো নিজেদের চোখেই দেখি।
আপনার মূল্যবান কমেন্টের জন্য অনেক ধন্যবাদ
You got a 33.74% upvote from @postpromoter courtesy of @chuadanga!
Want to promote your posts too? Check out the Steem Bot Tracker website for more info. If you would like to support the development of @postpromoter and the bot tracker please vote for @yabapmatt for witness!
আপনার কথার সাথে আমি একমত পোষণ করছি। তবে মানুষের কথায় কান না দিয়ে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া ভালো। আপনার সফলতা কামনা করছি।
ধন্যবাদ আপনাকে
Congratulations!
This post has been upvoted from Steemit Bangladesh, @steemitbd. It's the first steemit community project run by Bangladeshi steemians to empower youths from Bangladesh through STEEM blockchain. If you are from Bangladesh and looking for community support, Join Steemit Bangladesh Discord Server.
If you would like to delegate to the Steemit Bangladesh, you can do so by clicking on the following links:
50 SP, 100 SP, 250 SP, 500 SP, 1000 SP.
YOU ARE INVITED TO JOIN THE SERVER!
You have recieved a free upvote from minnowpond, Send 0.1 -> 10 SBD with your post url as the memo to recieve an upvote from up to 100 accounts!