মা কে আমরা সবাই ভালবাসি এটা চিরন্তন সত্য আর মাযেরা আমাদের কে কতটুকু ভালবাসে এটা মুখের ভাষায বুঝানো কখনই সম্বব না। আপনি নিজের পরিবারের দিকে তাকালেই বুঝতে পারবেন কে আব থেকে আপনাকে বেশি যত্ন নেয আর কে বেশি আপনার দিকে নজর রাখে। বউ বাচ্চারাও আপনাকে ভালবাসে কিন্তু মাযের ভালবাসা থেকে আলাদা এর মাজে সার্থ নেই । আমাদের নিজেদের পরিবার হযে যায অনেকেই নানা কাজে ব্যস্ত হযে পরি মাযের খুজ খবর নিতে সময হয না । অথচ আমরা জানি। মাযের পাযের নিচে সন্তানের বেহেস্ত। মা বাবার সন্তুষ্ট ছাডা আপনি কখনই দুনিযায আর পরপারে সুখ পেতে পারেন না
যেভাবে মাযের যত্ন নিবেন:
১. মাকে এমন কোন কথা বলবেন না যা মা কষ্ট অনুবভ করতে পারে যদি করে থাকে আজই ক্ষমা চেযে নেন
২. মা যা করতে বলবেন যেমন কোন কাজের জন্য বললেন কিছু আনতে বললেন কর্তব্য হল থিরতি কোন প্রশ্ন না করেই তা করা , এতে মাযের মনে দৃর বিশ্বাস জন্মাবে যে আমার ছেলে আমারই
৩. পরিবারের জন্য কিছু কিনলে মাযের নামটা বলোন এভাবে এটা মাযের জন্য এনেছি
৪. মা সাথে থাকা অবস্থায মোটেও লোকিযে আপনি আর আপনার বউ নিযে করবেন বা খাবেন না
৫. বিদেশে যারা আছেন মাকে বেশি বেশি খবর নিন সম্ভব হলে প্রতিদিন একবার হলেও কথা বলুন।
Love you ma