প্রথমে সকল ভুল ভ্রান্তির জন্য অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি।
'পদ্মাবত' একটি ভারতীয় ছবি। যদিওবা দেখা হয়নি কম্পিউটার আর মোবাইল দুটিই নষ্ট থাকার কারনে। তবে অনেক রিভিউ পরেছি। যাই হোক। মুভিটির মধ্যে একটি চরিত্র ছিলো সম্রাট আলাউদ্দিন খিলজি। মুভিতে উনাকে কাল্পনিক ভাবে উপস্থাপন করা হয়েছে পদ্মাবতী নামক এক গল্পের মধ্যে। বেশিরভাগ ইতিহাসবিদ সম্রাট আলাউদ্দিন খিলজি কে একজন মহান সম্রাট হিসাবেই উপস্থাপন করেছেন। ''পদ্মাবত' একটি ভালো মুভি। আসুন উপভোগ করি। History Protect Itself। সত্য সামনে আসবেই। তাই অপেক্ষা করুন হয়তো সম্রাট আলাউদ্দিন খিলজি -র সত্য ইতিহাস নিয়ে কোন মুভি বা সিরিজ আসতেও পারে। তাই আসুন পদ্মাবতীর মতো কাল্পনিক গল্প দিয়ে সম্রাট আলাউদ্দিন খিলজি কে না মেপে পদ্মাবত মুভিটি উপভোগ করি।
সময় নিয়ে লিখাটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
Congratulations @ashfaqislam! You received a personal award!
You can view your badges on your Steem Board and compare to others on the Steem Ranking
Vote for @Steemitboard as a witness to get one more award and increased upvotes!